নয়াদিল্লি : চির প্রতিদ্বন্দ্বীকে নিয়ে নিজের অবস্থানে অনড় ভারত। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলব না, পরিষ্কার জানিয়ে দিল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। এমনই খবর সংবাদ সংস্থা সূত্রের। বৃহস্পতিবার খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ম্যাচে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারতীয় চ্যাম্পিন্সরা। মঙ্গলবার শেষ গ্রুপ ম্যাচে ১৩.২ ওভারেই জয় ছিনিয়ে নেয় তারা। এরপর বুধবার সংবাদ সংস্থা IANS-কে এক সূত্র বলেছে, "বৃহস্পতিবার WCL-এর সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নারাজ ভারতীয় খেলোয়াড়রা।"
এর আগে, ভারতীয় খেলোয়াড় এবং টুর্নামেন্টের প্রধান স্পনসরের তীব্র আপত্তির পর দুই দেশের মধ্যে লিগ পর্বের খেলাটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছিল। সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে, তাঁরা এই ম্যাচে অংশগ্রহণ করবেন না। বুধবারের শুরুতে, WCL-এর অন্যতম প্রধান স্পনসর, EaseMyTrip, ভারত-পাকিস্তান WCL সেমিফাইনাল থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, পাকিস্তানের সঙ্গে জড়িত কোনও ম্যাচে অংশগ্রহণ না করার দীর্ঘস্থায়ী নীতির কথা পুনরায় জানিয়ে।
"ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে অসাধারণ পারফর্মেন্সের জন্য আমরা টিম ইন্ডিয়া @India_Champions কে সাধুবাদ জানাই, আপনারা দেশকে গর্বিত করেছেন। তবে, পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সেমিফাইনাল কেবল আরেকটি খেলা নয়, সন্ত্রাস এবং ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। @EaseMyTrip, আমরা ভারতের সঙ্গে আছি। সন্ত্রাসবাদকে উৎসাহিত করে এমন কোনও দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে এমন কোনও ঘটনাকে আমরা সমর্থন করতে পারি না। ভারতের মানুষ বলেছেন এবং আমরা তাঁদের কথা শুনেছি। EaseMyTrip WCL-তে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সঙ্গে যুক্ত হবে না। কিছু জিনিস খেলাধূলার চেয়েও বড়। দেশ প্রথমে, ব্যবসা পরে, সর্বদা...।" বুধবার এক বিবৃতিতে এমনই জানিয়েছেন ট্রাভেল-টেক কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি।
ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান চ্যাম্পিয়ন্সদের হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪ জিতে নিয়েছিলেন ভারতের চ্যাম্পিয়নরা। এজবাস্টনে অনুষ্ঠিত সেই ম্যাচে ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দেয় যুবরাজ সিংহ-নেতৃত্বাধীন দল। কড়া টক্করের পর শেষ হাসি হাসে ভারত। যদিও সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের চরম অবনতি হয়। পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল হামলা চালায় জঙ্গিরা। সেখানে বেছে বেছে জঙ্গিরা নিরীহ পর্যটকদের খুন করে। পাকিস্তান থেকে জঙ্গিরা এসেছিল, ভারতের এই বক্তব্যে কোনও কর্ণপাত করেনি তারা। এরপর 'অপারেশন সিঁদুর' চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত। উভয় দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। যদিও পরে সংঘর্ষবিরতি ঘোষণা হয়ে যায়।