ওভাল: আজ থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (India vs England) পঞ্চম টেস্ট। সিরিজের শেষ ম্য়াচে জিতে সিরিজে ড্র করতে মরিয়া থাকবে শুভমন গিলের দল। এখনও পর্য়ন্ত সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। প্রথম টেস্টে লিডসে হারতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় টেস্টে এজবাস্টনে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। তৃতীয় টেস্টে লর্ডসে ফের ইংল্যান্ড জিতে যায়। চতুর্থ টেস্ট ম্য়াঞ্চেস্টারে ড্র করে দুই দল। এক নজরে দেখে নেওয়া যাক আজ কখন, কোথায় খেলতে নামবে দুই দল পঞ্চম টেস্টে- - - -
আজ টেস্টে কােন দুটো দল মুখোমুখি হবে?
কোথায় খেলা হবে ভারত ও ইংল্যান্ডের দ্বৈরথ?
ওভালে ভারত ও ইংল্যান্ড পঞ্চম টেস্ট খেলতে নামবে
কখন শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড লড়াই?
৩১ জুলাই, বৃহস্পতিবার খেলা শুরু হবে বিকেল ৩.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ ৩টেয়।
কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ?
ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টটি সোনি স্পোর্টস নেটওয়ার্কে শুরু হবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ।
দুদিন আগেই অনুশীলনের মাঝে ওভালের গ্রাউন্ডসম্য়ানের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর। পিটিআইয়ের তরফে গোটা ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে ফর্টিসের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। দাবি করা হচ্ছে ওভালের পিচ প্রস্তুতকারকরা হয়তো এই বিষয়ে গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ জানাবেন। গম্ভীরকে উত্তপ্তভাবে ফর্টিসদের উদ্দেশে বারংবার বলতে শোনা যায়, 'আমরা কী করব না করব, তা আপনারা ঠিক করবেন না।' ভারতীয় দলের কোচ আরও বলেন, 'আপনি আমাদের কাউকেই কী করতে হবে সেই বিষয়ে নির্দেশ দিতে পারেন না। আপনি কেবল একজন পিচ প্রস্তুতকারক।' গম্ভীরের পাশে এই ইস্যুতে দাঁড়িয়েছেন অনেক প্রাক্তন ক্রিকেটাররা।