মুম্বই: তারকা পেস বোলার জসপ্রীত বুমরা দায়িত্ব হারাতে পারেন। নিজের ক্রিকেট কেরিয়ারে বিশ্বমানের তাবড় তাবড় ব্য়াটারদের সামনে বারবার ত্রাস হয়ে উঠেছেন এই পেসার। কিন্তু তাঁর ফিটনেস নিয়ে বরাবর প্রশ্ন উঠেছে। আইপিএলের পরই ইংল্যান্ড সফরে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্বে সেখানে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য অবশ্যই বুমরা। কিন্তু তাঁর দায়িত্ব কমতে পারে। বোর্ড এই বিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে।
গত বর্ডার গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে রোহিত শর্মার ডেপুটি হিসেবে খেলেছিলেন বুমরা। পারথ টেস্টে বুমরার নেতৃত্বে দল জয়ও ছিনিয়ে নিয়েছিল। কিন্তু সিডনি টেস্টে খেলার ফাঁকেই চোটের জন্য ছিটকে যেতে হয়েছিল ম্য়াচের মাঝেই। এরপর বেশ কয়েকমাস মাঠের বাইরে ছিলেন। চ্য়াম্পিয়ন্স ট্রফিতেও তাঁকে ছাড়াই দল জয় ছিনিয়ে নেয়।
সূত্রের খবর, আসন্ন ইংল্যান্ড সফরে সব ম্য়াচে বুমরাকে খেলানো হয়ত হবে না। সেক্ষেত্রে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এমন কাউকে সহ অধিনায়ক হিসেবে চাইছেন, যিনি গোটা সফরেই প্রথম একাদশে খেলবেন। আর তার জন্যই বুমরাকে ডেপুটি হিসেবে দায়িত্ব নাও দেওয়া হতে পারে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, ''আমরা এমন একজন প্লেয়ারকে চাইছি যে গোটা সিরিজে সব ম্য়াচেই খেলবে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রতিটি ম্য়াচই খুব গুরুত্বপূর্ণ। এখানে ডেপুটির ভূমিকাটাও গুরুত্ব পায়। বুমরা পাঁচটি ম্য়াচই হয়ত খেলবে না। এটাই সঠিক সিদ্ধান্ত হবে যে এমন কাউকে সহ অধিনায়ক নির্বাচিত করা হোক যে অধিনায়কের সঙ্গে সব ম্য়াচেই একাদশে খেলবে।''
বোর্ডের সূত্র বলছে, এমন কোনও তরুণ ক্রিকেটারকেই সহ অধিনায়ক হিসেবে দেখতে চাইছে বোর্ড। কারণ আগামীর কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শুভমন গিল ও ঋষভ পন্থ সেই অনুযায়ী সবার আগে রয়েছেন দৌড়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি হিসেবেই দায়িত্ব সামলেছিলেন গিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২২ সালে টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্ব সামলেছিলেন।
আসন্ন ইংল্যান্ড সফর রোহিত শর্মার কাছেও বড় পরীক্ষা হতে চলেছে। সাদা বলের ফর্ম্য়াটে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি একের পর এক সাফল্য এলেও লাল বলের ফর্ম্য়াটে কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হার। অস্ট্রেলিয়ায় সিরিজ হার কিছুটা টেস্ট ফর্ম্য়াটে নিজের নেতৃত্ব বাঁচিয়ে রাখতে চাপে রাখবে হিটম্য়ানকে।