লন্ডন: আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (IND vs ENG Test Series) পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। হেডিংলে ম্য়াচ দিয়ে শুরু হবে এই সিরিজ। এই সিরিজেই নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে জো রুট। এই ফর্ম্য়াটে ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটার হিসেবে ইতিমধ্য়েই তাঁকে গন্য় করা হচ্ছে। প্রতি সিরিজেই রানের ফুলঝুরি দেখা যাচ্ছে তাঁর ব্যাটে। 

Continues below advertisement

আগামী পাঁচটি ম্য়াচে ১০ ইনিংস খেলার সুযোগ পাবেন রুট। আর এই দশ ইনিংসে যদি ৩৭৩ রান করতে পারেন, তবে টেস্ট ফর্ম্য়াটে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হয়ে যেতে পারেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। সেক্ষেত্রে রিকি পন্টিংকেও টেক্কা দিয়ে সচিনের ঠিক পরেই জায়গা করে নেবেন রুট। 

এই তালিকায় সবার ওপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি ২০০ টেস্টে মোট ১৫, ৯২১ রান করেছেন ৫৩.৭৮ গড়ে ব্য়াটিং করে। তার মধ্য়ে রয়েছে ৫১টি শতরান ও ৫৮টি অর্ধশতরানের ইনিংস। দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। ১৬৮ ম্য়াচে ১৩৩৭৮ রান করেছেন পান্টার। তাঁর ঝুলিতে রয়েছে ৪১টি শতরান ও ৬২টি অর্ধশতরান। 

Continues below advertisement

প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক কালিস ১৬৬ টেস্টে ১৩,২৮৯ রান করেছেন ৫৫.৩৭ গড়ে। কালিসের ঝুলিতে রয়েছে ৪৫টি সেঞ্চুরি ও ৫৮টি অর্ধশতরান। ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড় চতুর্থ স্থানে এই তালিকায়। তাঁর ঝুলিতে ১৬৪ টেস্টে ১৩, ২৮৮ রান। ৩৬টি সেঞ্চুরি ও ৬৩টি অর্ধশতরান রয়েছে। 

রুট এই তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছেন। ১৫৩ টেস্টে ১৩০০৬ রান করে ফেলেছেন ৫০.৮০ গড়ে। ৩৬টি শতরান ও ৬৫টি অর্ধশতরান তাঁর নামের পাশেও রয়েছে। অর্থাৎ আর ৩৭৩ রান করলেই তাঁর আগের দ্রাবড়ি, কালিস, পন্টিংকে টেক্কা দিয়ে সচিনের ঠিক পরেই জায়গা করে নেবেন রুট। এমনকী রুটের যা বয়স তাতে আর কয়েক বছর টেস্ট খেললে সচিনকেও কিন্তু টেক্কা দিয়ে এই ফর্ম্য়াটের সর্বাধিক রান সংগ্রাহক হয়ে যেতে পারেন তিনি। 

আসন্ন টেস্ট সিরিজে আর ১৫৪ রান করলেই প্রথম ব্যাটার হিসেবে ভারতের বিরুদ্ধে টেস্টে ৩ হাজার রান করার মালিক হয়ে যাবেন জো রুট। ৩০ ম্য়াচ খেলতে নেমে রুট ভারতের বিরুদ্ধে এই ফর্ম্য়াটে ২৮৪৬ রান করেছেন ৫৮.০৮ গড়ে। ঝুলিতে রয়েছে ১০টি শতরানও। একমাত্র স্টিভ স্মিথের রুটের থেকে বেশি সেঞ্চুরি রয়েছে ভারতের বিরুদ্ধে।