এজবাস্টন: হেডিংলে টেস্টে পাঁচ ভারতীয় সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু তারপরও ভারতকে প্রথম টেস্টে হেরে গিয়েছিল। আর সেই টেস্টে দুটো ইনিংসেই শতরান হাঁকিয়েছিলেন পন্থ। ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে নজিরও গড়েছিলেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। ৩৭১ রানের বিশাল লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের সামনে ছিল। কিন্তু এরপরও মাত্র ৫ উইকেট খুইয়েই জয় ছিনিয়ে নিয়েছিল স্টোকস বাহিনী। লিডসে হারের পর পন্থ ও ভারতীয় ব্যাটিং লাইন আপকে বিশেষ বার্তা দিলেন রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ''লিডসে ভারতের হারের পর আমি একটাই বার্তা দিতে চাইব যে ভারতীয় ব্যাটিং লাইন আপকে রানের ওপর নয়, সময়ের ওপর জোর দিতে হবে। ইংল্য়ান্ডে ক্রিজে বেশি সময় কাটানোর কথা ভাবতে হবে। ইংল্য়ান্ডের প্লেয়ারদের বেশিরভাগ সময় পর্য়ন্ত মাঠে ফিল্ডিং করাতে হবে। আমি এটাই চেষ্টা করব যে আতঙ্কিত হতে না। ইংল্যান্ড কোন স্ট্র্যাটেজিতে খেলছে, তা যদি বুঝতে না পারা যায়, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। নইলে এখনও চারটি ম্য়াচ আছে।''
পন্থের প্রশংসা করেও অশ্বিন বলেন, ''প্রথম ম্য়াচে পন্থ দুটি শতরান করেছে একই ম্যাচে। ও এলিট ব্যাটারদের তালিকায় ঢুকে পড়েছে। বিজয় হাজারে, সুনীল গাভাসকর, বিরাট কোহলিদের সঙ্গে সেই তালিকায় রয়েছে পন্থের নাম। ঋষভের ঝুলিতে এখন ভারতীয় উইকেট কিপারের মধ্যে সব থেকে বেশি শতরান। দুর্দান্ত ম্যাচ খেলেছে। কিন্তু পন্থের ভাল ডিফেন্স করার ক্ষমতাও রয়েছে। ক্রিকেটে এমন কোনও শট নেই, যেটা ও খেলতে পারে না। আমি চাইব যে ও যেন পরের বার যখন ১৩০-১৪০ এ ব্যাটিং করবে, তখন যেন সে দুশো স্কোর করার কথা ভাবে।'' পন্থকে প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হকের সঙ্গে তুলনা করেছেন অশ্বিন।
এদিকে, বার্মিংহ্যামে দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে দেখা যাবে না হয়ত জসপ্রীত বুমরাকে। হেডিংলে টেস্টে ৪৪ ওভার বল করেছিলেন বুমরা। প্রথম ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে আর পারছিলেন না। ৫ উইকেট প্রথম ইনিংসে নিয়েছিলেন ২৫ ওভার বল করে, আর দ্বিতীয় ইনিংসে ১৯ ওভার বল করলেও কোনও উইকেট নিতে পারেননি। তার অন্য়তম কারণ শার্দুল ঠাকর, প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ তিনজনের কেউই সেভাবে ছাপ ফেলতে পারেননি। তার জন্যই চাপ বেড়েছিল বুমরার ওপর। দ্বিতীয় টেস্টে তাই ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হতে পারে।