বার্মিংহ্যাম: অল্পের জন্য রেকর্ড মিস করে গেলেন যশস্বী জয়সওয়াল। মাত্র ১০ রানের জন্য টেক্কা দিতে পারলেন না কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ১৩ রানের জন্য় শতরান মিস করেন যশস্বী। ১০৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। ১৩টি বাউন্ডারি হাঁকান জয়সওয়াল। তবে আর মাত্র ১০ রান করলেও, অর্থাৎ যদি ৯৭ রান নিজের নামের পাশে যোগ করতে পারেন যশস্বী, সেক্ষেত্রেও ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্টে দ্রুততম দু হাজার রানের মালিক হয়ে যেতেন বাঁহাতি ওপেনার।  

লিডসে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু গোটা ম্য়াচে এত ফিল্ডিংয়ে ক্যাচ মিস করেছেন যে, তাঁর দিকে আঙুল উঠেছিল ম্য়াচ হারের পর। চাপ বেড়েছিল। কিন্তু বার্মিংহ্যামে প্রথম ইনিংসে ফের একবার শতরানের পথে এগোচ্ছিলেন। কিন্তু বেন স্টোকসের বলে ব্যক্তিগত ৮৭ রানে আউট হয়ে যান। বার্মিংহ্যাম টেস্টে নিজের ৩৯ তম ইনিংসে খেলতে নেমেছিলেন যশস্বী। ৯৭ রান প্রয়োজন ছিল তাঁর টেস্টে দু হাজার রান পূরণ করার জন্য়। ভারতীয় দলের জার্সিতে টেস্টে দ্রুততম দু হাজার রান করেছেন রাহুল দ্রাবিড়। তিনি ৪০ ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন। জয়সওয়াল যদি বুধবার ৯৭ রান করে ফেলতেন, তাহলেই দ্রাবিড়কে টেক্কা দিয়ে দিতেন তিনি। যদিও দ্রাবিড়কে ছোঁয়ার সুযোগ থাকছে বাঁহাতি ভারতীয় ওপেনারের সামনে। সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে ১০ রান করলেই হবে তাঁকে। 

প্রথম টেস্টে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্য়ান্ড। দ্বিতীয় টেস্টে তিন বদল করে মাঠে নেমেছিল ভারত। যশপ্রীত বুমরাকে জল্পনা মতোই বিশ্রাম দেওয়া হয়। বাদ পড়েন শার্দুল ঠাকুর ও সাই সুদর্শনও। বদলে আকাশদীপ, ওয়াশিংটন সুন্দর ও নীতীশ কুমার রেড্ডি দলে ডাক পান। এদিন টস হেরে প্রথমে ব্যাটে নামে ভারতীয় দল। শুরুটা অত্যন্ত রক্ষণাত্মকভাবেই করেছিলেন যশস্বী ও রাহুল। ক্রিস ওকসের দুরন্ত স্পেলে রান করতে বিপাকে পড়ে ভারতীয় দল। শেষমেশ ওকসের বল ডিফেন্ড করতে গিয়েই প্লেডঅন হন রাহুল। মাত্র ১৫ রানে ওপেনিং পার্টনারশিপ ভাঙে। সাই সুদর্শনের অনুপস্থিতিতে এদিন তিন নম্বরে ব্যাট করতে নামেন করুণ নায়ার।

শুরুটা কিন্তু করুণ মন্দ করেননি করুণ। তিনি বেশ দেখেশুনে এগোন। ওকসের স্পেল শেষ হওয়ার পরেই রানের গতিও বাড়ে। বিশেষ করে যশস্বী দলের ইনিংস এগিয়ে যান বেশ দ্রুত গতিতে। করুণ নায়ারও তাঁকে যোগ্য সঙ্গ দেন। দুইজনে মিলে দেখতে দেখতে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেন।মাত্র ৫৯ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন যশস্বীও। মনে হচ্ছিল শুরুতে উইকেট হারালেও, তাঁরা লাঞ্চের আগে প্রথম সেশনটা ভারতের নামেই করতে সক্ষম হবেন। 

তবে হঠাৎই লাঞ্চের ঠিক কয়েক মিনিট আগে ব্রাইডন কার্সের এক বল গুড লেংথ থেকে দারুণভাবে লাফায়। বল করুণ নায়ারের দস্তানায় লেগে স্লিপে যায়। লোপ্পা ক্যাচ ধরেন হ্যারি ব্রুক। শুরুটা ভাল করেও ৩১ রানেই তাঁকে ফিরতে হয়।