লিডস: ইংল্যান্ডের মাটিতে সিরিজ়ের প্রথম টেস্টের (ENG vs IND) প্রথম দিনে ব্যাটিং। চ্যালেঞ্জটা শুধু ইংলিশ বোলারদের সামলানোর নয়, ছিল গোটা সিরিজ়ের জন্য শুরুটা ভাল করে একটা ভাল ছন্দ সেট করার। লিডসে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং শুভমন গিল (Shubman Gill), উভয়েই সেই কাজটা যে একেবারে নিখুঁতভাবে করেছেন, সেটা বলাই বাহুল্য। দুইজনেই প্রথম দিনে শতরান হাঁকান, একসঙ্গে মিলে গড়েন শতাধিক রানের পার্টনারশিপও। প্রথম দিনের খেলাশেষে নিজের ব্য়াটিং পরিকল্পনা, ইনিংসে নিয়ে তো কথা বলেনই, পাশাপাশি যশস্বীকে অধিনায়ক শুভমনের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে দেখা যায়।
দিনের খেলাশেষে যশস্বী সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা একসঙ্গে ব্য়াটিংটা বেশ উপভোগ করেছি। আমাদের মধ্যে মধ্যের বন্ধুত্বটা দারুণ। তাই স্বাভাবিক ভাবেই ওর সঙ্গে ব্যাট করাটা দারুণ উপভোগ্য ছিল এবং নিঃসন্দেহে ও ভাল ইনিংস খেলেছে। ও সবসময় মাথা ঠান্ডা রাখে, শান্ত থাকে। সেই কারণেই ওর সঙ্গে ব্যাটিং করাটা উপভোগ করি এবং বর্তমানে ওর অধিনায়কত্বে খেলতেও বেশ ভালই লাগছে।'
যশস্বী ১০১ রানে আউট হলেও, প্রথম দিনশেষে লিডসে ১২৭ রানে অপরাজিত রয়েছেন শুভমন। দুই তরুণ ব্য়াটার মিলে ১২৯ রানের পার্টনারশিপ গড়েন। এই পার্টনারশিপই ভারতের বড় রান তোলার ভিতটা গড়ে দেয়। ম্যাচের তথা পার্টনারশিপ, ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে নিজেদের পরিকল্পনাও ফাঁস করেন যশস্বী। 'আমরা ২২ গজে প্রচুর কথা বলেছি। আমরা চাইছিলাম যাতে আমরা সেশন ধরে ধরে এগোই এবং যতটা সম্ভব রান করি। আর খারাপ বল পেলে তো সেটাকে একেবারে সঠিক জায়গায়া পাঠানোর পরিকল্পনা ছিল।' বলেন যশস্বী।
হেডিংলেতে প্রথম দিন খেলা হল ৮৫ ওভার। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৫৯/৩। শুভমন ১২৭ রানে ক্রিজে। ঋষভ ব্যাট করছেন ৬৫ রানে। দুজনে অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ১৩৮ রান যোগ করেছেন। ইংল্যান্ডের পরিবেশে, স্যুইং আর সবুজ পিচের ভয়ঙ্কর কম্বিনেশনের সামনে ভারতীয় ব্যাটাররা কী করবেন, ধন্দে ছিলেন অনেকে। কিন্তু এই ইংল্যান্ডের বোলিংয়ে সেই ধার ও ভার নেই। তাই সুযোগ পেয়েই প্রথম দিনেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া।
তারই ফায়দা তুলল ভারত। শুরুটা দারুণ করেন কে এল রাহুল ও যশস্বী। ওপেনিং জুটিতে ওঠে ৯১ রান। ৪২ রান করে রাহুল ফেরেন। অভিষেক টেস্টে ০ করলেন সাই সুদর্শন। তবে যশস্বী সেঞ্চুরি করেন। তিনি একমাত্র বিদেশি ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করলেন। তারপর এল শুভমনের শতরান এবং দিনশেষে বোনাস ঋষভ পন্থের অর্ধশতরান।