বার্মিংহ্যাম: প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও শতরান হাঁকিয়েছেন শুভমন গিল। টেস্টে ভারত অধিনায়ক হিসেবে ইংল্যান্ড সফরে পরপর দুটো ম্য়াচেই দুটো শতরান হাঁকিয়ে দরাজ সার্টিফিকেট পাচ্ছেন গিল। কিন্তু তিনি শতরান পেলেও ১৩ রানের জন্য় নিশ্চিত শতরান মিস করেন জয়সওয়াল। নিজে শতরান মিস করলেও বার্মিংহ্যামে প্রথম দিনের খেলা শেষে জয়সওয়ালকে দরাজ সার্টিফিকেট দিলেন ভারত অধিনায়ককে। 

ওপেনিংয়ে কে এল রাহুল মাত্র ২ রান করে ফিরে গেলেও ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন জয়সওয়াল। করুণ নায়ার ৩১ রানের ইনিংস খেলে আউট হন। গিল ও জয়সওয়াল দুজনেই ভারতের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৬৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। বার্মিংহ্যামে প্রথম দিনের খেলা শেষে জয়সওয়াল বলেন, ''এটা সত্যিই আমার জন্য খুবই খারাপ, হতাশার। আমি নিশ্চিত শতরান মিস করেছি। কিন্তু এটা খেলারই অঙ্গ। কিন্তু ভুল থেকেই আমি শিক্ষা নিতে চাই। এখান থেকেই নিজের ভুলগুলো শুধরে নিতে চাই আমি।''

জয়সওয়াল আরও বলেন, ''আমি আউট হলেও গিলের ব্যাটিং উল্টোদিক থেকে দেখছিলাম। নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে ওঁর ব্যাটিং দেখতে দারুণ লাগে। যেভাবে শট গুলো খেলে, তা সত্যিই আসাধারণ। ওঁকে ব্যাটিং করতে দেখাটা দারুণ ব্যাপার। ক্যাপ্টেন হিসেবেও দারুণ গিল। মাঠে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার সময় মাঠে ঠাণ্ডা মাথায় থাকে ও। আমরা কী করতে চাই, কী লক্ষ্য, তা পরিষ্কার থাকে।''

হেডিংলে টেস্টে পরাজয়ের পর শুভমন গিলের অধিনায়কত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এজবাস্টনে ব্যাট হাতে অবশ্য নিজেকে প্রমাণ করে দিলেন তরুণ তুর্কি। হাঁকালেন অধিনায়কোচিত শতরান। এদিন নিজের স্বভাবচিত আগ্রাসী ব্যাটিং ছেড়ে এজবাস্টনে খানিকটা দেখেশুনে ব্যাটিং করেন শুভমন গিল। ১২৫ বলে অর্ধশতরান হাঁকান। মাত্র তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে হেডিংলেতে অর্ধশতরান হাঁকান তিনি। এরপর একই মেজাজে শতরানও পূরণ করেন তিনি। বিরাট কোহলি, সুনীল গাওস্কর, বিজয় হাজারের পর মাত্র তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে নিজের প্রথম দুই টেস্টেই শতরান হাঁকালেন গিল। বিরাট কোহলি অধিনায়ক হওয়ার পরে তাঁর প্রথম ৩টি টেস্ট ম্যাচে টানা সেঞ্চুরি করেছিলেন। যদি গিল তাঁর পরের টেস্টেও সেঞ্চুরি করেন, তবে এই ক্ষেত্রে তিনি বিরাট কোহলির সমকক্ষ হবেন। এই দুই টেস্ট বাদে ঘরের মাঠেও ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে সেঞ্চুরি এসেছিল গিলের ব্যাট থেকে।