IND vs NZ 1st Test Live: দিনের শেষ বলে আউট কোহলি, ভারতের স্কোর ২৩১/৩, এখনও ১২৫ রানে এগিয়ে নিউজ়িল্যান্ড

India vs New Zealand 1st Test: তৃতীয় দিনের খেলার শেষে বেঙ্গালুরুতে ভারতের থেকে ১২৫ রানে এগিয়ে নিউজ়িল্যান্ড। ক্রিজে রয়েছেন সরফরাজ খান। শেষ বলে আউট কোহলি।

ABP Ananda Last Updated: 18 Oct 2024 05:22 PM
IND vs NZ Score Live: দিনের শেষ বলে আউট বিরাট কোহলি

দিনের শেষ বলে আউট বিরাট কোহলি। ৭০ রান করে ফিরলেন গ্লেন ফিলিপ্সের বলে। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৯ ওভারে ২৩১/৩। ৭০ রানে ক্রিজে সরফরাজ খান।

IND vs NZ Score Live: ৪৭ ওভারের শেষে ভারতের স্কোর ২২৮/২

বিরাট ৬৮ রানে ও সরফরাজ ৬৯ রানে ক্রিজে। ৪৭ ওভারের শেষে ভারতের স্কোর ২২৮/২। 

IND vs NZ 1st Test Live Updates: শতরানের পার্টনারশিপ

তৃতীয় উইকেটে শতরানের পার্টনারশিপ পূরণ করলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। উভয়েই ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করে ফেলেছেন। ভারতীয় দল দু'শোর গণ্ডিও পার করে ফেলল।   

IND vs NZ 1st Test Live Score: কোহলির হাফসেঞ্চুরি

সরফরাজের পর হাফসেঞ্চুরি পূরণ করলেন বিরাট কোহলিও। ভারতীয় দলের বর্তমান স্কোর দুই উইকেটের বিনিময়ে ১৯১ রান। দুইজনের পার্টনারশিপও শতরানের দিকে এগোচ্ছে।

IND vs NZ 1st Test Live Updates: সরফরাজের হাফসেঞ্চুরি

প্রথম ইনিংসে খাতাই খুলতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংস অনবদ্য হাফসেঞ্চুরি হাঁকালেন সরফরাজ খান।

IND vs NZ 1st Test Live Score: অর্ধশতরানের পার্টনারশিপ

মাত্র ৬৩ বলেই অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করে ফেললেন বিরাট কোহলি ও সরফরাজ খান। দুইজনেই বেশ আগ্রাসী মেজাজে ব্যাট করছেন। কোহলি ৩৫ ও সরফরাজ ২৮ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। ভারতের বর্তমান স্কোর দুই উইকেটের বিনিময়ে ১৫২ রান।

IND vs NZ 1st Test Live Updates: রোহিত আউট

দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন, দারুণ ছন্দে দেখাচ্ছিল। তবে আজাজের বল ডিফেন্ড করতে গিয়ে ব্যাট, প্যাডে লেগে ৫২ রানে প্লেড অন হন রোহিত। ৯৫ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।

IND vs NZ 1st Test Live Score: রোহিতের হাফসেঞ্চুরি

একবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। চার, ছয়, চার মেরে ৫৯ বলে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন রোহিত। ২১ ওভার শেষে ভারতের স্কোর এক উইকেটের বিনিময়ে ৯০ রান।

IND vs NZ 1st Test Live Updates: প্রথম উইকেটের পতন

আজাজ পটেলের বিরুদ্ধে স্টেপ আউট করে বড় শট হাঁকাতে গিয়ে স্টাম্প আউট হলেন যশস্বী জয়সওয়াল। তাঁর সংগ্রহ ৩৫ রান।

IND vs NZ 1st Test Live Score: চা পানের বিরতি

শুরুটা বেশ ভালই করল ভারত। কোনও উইকেট না হারিয়েই চা পানের বিরতিতে গেল টিম ইন্ডিয়া। রোহিত ও যশস্বী ৫৭ রান যোগ করলেন। যশস্বী ২৯ ও রোহিত ২৭ রানে ব্যাট করছেন।

IND vs NZ 1st Test Live Updates: ঠিকঠাক শুরু

৩৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভারতীয় দল ঠিকঠাকই করল। ১০ ওভারে বিনা উইকেটে ভারতের সংগ্রহ ৩৪ রান। রোহিত ২২ ও যশস্বী ১০ রানে অপরাজিত রয়েছেন।

IND vs NZ 1st Test Live Score: অবশেষে অল আউট

অবশেষে চারশো রানের গণ্ডি পার করে অল আউট হল নিউজ়িল্যান্ড। ১৩৪ রানে রবীন্দ্রকে আউট করে কিউয়িদের ইনিংসে ইতি টানলেন কুলদীপ। 

IND vs NZ 1st Test Live Updates: জোড়া উইকেট হল না

সাউদিকে ৬৫ রানে আউট করেছিলেন সিরাজ। পরের ওভারেই রাচিনের উইকেটও নিয়ে নিয়েছিলেন বলে মনে করছিলেন সিরাজ। তবে ডিআরওএসে সেই সিদ্ধান্ত বদল করা হয়। 

IND vs NZ 1st Test Live Score: তিনশো পার

নিউজ়িল্যান্ডের লিড ৩০০ রানের গণ্ডি পার করল। ৮৩ ওভার শেষে কিউয়িদের স্কোর সাত উইকেটের বিনিময়ে ৩৪৯ রান। সাউদি ৪৯ ও রাচিন ১০৪ রানে ব্যাট করছেন।

IND vs NZ 1st Test Live Score: তিনশো পার

নিউজ়িল্যান্ডের লিড ৩০০ রানের গণ্ডি পার করল। ৮৩ ওভার শেষে কিউয়িদের স্কোর সাত উইকেটের বিনিময়ে ৩৪৯ রান। সাউদি ৪৯ ও রাচিন ১০৪ রানে ব্যাট করছেন।

IND vs NZ 1st Test Live Updates: লাঞ্চের বিরতি

আশা জাগিয়েও লাভের লাভ হল না। সাউদি, রবীন্দ্রর পার্টনারশিপে ভারতের থেকে অনেকটা এগিয়ে নিউজ়িল্যান্ড। সাত উইকেটে ৩৪৫ রান তুলে মধ্যাহ্নভোজে গেল কিউয়ি দল। লিড আপাতত ২৯৯ রান। 

IND vs NZ 1st Test Live Score: রবীন্দ্রর সেঞ্চুরি

কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকালেন রাচিন রবীন্দ্র। ক্রমশই ফিকে হচ্ছে ভারতের কামব্য়াকের আশা।  অষ্টম উইকেটে সাউদি ও রবীন্দ্র শতরানের পার্টনারশিপও পূরণ করে ফেললেন। অশ্বিনের এক ওভারে উঠল ২০ রান। নিউজ়িল্যান্ডের বর্তমান স্কোর ৩৩৫/৭।

IND vs NZ 1st Test Live Updates: দু'শোর অধিক লিড

আপাতত প্রথম ইনিংসে ২২৫ রানে এগিয়ে রয়েছে নিউজ়িল্যান্ড। ৭৩ ওভার শেষে স্কোর ২৭১/৭। সেট রবীন্দ্র ৬৭ রানে ব্যাট করছেন। ১৩ রান করে ফেলেছেন টিম সাউদিও।

IND vs NZ 1st Test Live Score: একের পর এক সাফল্য

পর পর দুই ওভারে দুই সাফল্য পেলেন জাডেজা। এবার তাঁর শিকার ম্যাট হেনরি। আগের দুই বলে দুইটি চার মারলেও বোল্ড হলেন হেনরি। ২৩৩ রানে সপ্তম উইকেট হারাল নিউজ়িল্যান্ড।

IND vs NZ 1st Test Live Updates: ষষ্ঠ সাফল্য

দিনের তৃতীয় সাফল্য এল ভারতের খাতাতে। গত ওভারে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন রাচিন রবীন্দ্র। তবে জাডেজা গ্লেন ফিলিপ্সকে সেই সুযোগটাই দিলেন না। ১৪ রানে তাঁকে বোল্ড করলেন বাঁ-হাতি ফাস্ট স্পিনার। 

IND vs NZ 1st Test Live Score:উইকেট মেডেন

উইকেট মেডেন নিলেন যশপ্রীত বুমরা। টম ব্লান্ডালকে পাঁচ রানে আউট করলেন বুমরা। ২০৪ রানে পঞ্চম উইকেট হারাল নিউজ়িল্যান্ড। 

IND vs NZ 1st Test Live Updates: দিনের প্রথম সাফল্য

ভারতকে দিনের প্রথম সাফল্য এনে দিলেন মহম্মদ সিরাজ। গালিতে ক্যাচ দিয়ে ১৮ রানে সাজঘরে ফিরলেন ড্যারেল মিচেল।  

IND vs NZ 1st Test Live Score: কিপিং করছেন না পন্থ

গতকাল চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন, আজও মাঠে নামতে পারলেন না ঋষভ পন্থ। তাঁর বদলে ভারতের হয়ে উইকেটের পিছনে রয়েছেন ধ্রুব জুরেল। 

IND vs NZ 1st Test Live Updates: রোহিতের ভুল

ম্যাচের পিচ বুঝতে ভুল হয়েছে, প্রথম দিনের চূড়ান্ত হতাশাজনক ক্রিকেটের পর মেনে নিচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 

প্রেক্ষাপট

ভারত বনাম নিউজিল্যান্ড, বেঙ্গালুরু: দেশের মাটিতে সর্বকালীন লজ্জার মুখে পড়তে হল ভারতীয় ক্রিকেটকে (Indian Cricket Team)। তাও বাংলাদেশকে টানা ৫ ম্যাচে হারিয়ে টেস্ট ও টি-২০ সিরিজ জেতার পরই। বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখ পুড়ল ভারতের। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট (IND vs NZ 1st Test)সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে মেঘলা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় টস জিতে প্রথম ব্যাটিং করে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮০/৩। ভারতের চেয়ে ১৩৪ রানে এগিয়ে গিয়েছে নিউজ়িল্যান্ড। হাতে রয়েছে ৭ উইকেট। কোণঠাসা ভারত। এখান থেকে ম্যাচ বাঁচানোই কঠিন। ভারত কি ম্যাচের মোড় ঘোরানোর মতো অলৌকিক কিছু করতে পারবে?


ওয়ান ডে ক্রিকেটের আদলে ব্যাটিং করে ১০৫ বলে ৯১ রান করেন ডেভন কনওয়ে। তাঁকে ফেরান আর অশ্বিন। নিউজ়িল্যান্ডের ৩টি উইকেটই নিয়েছেন ভারতের স্পিনাররা। অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব নিয়েছেন একটি করে উইকেট। শুক্রবার, ম্যাচের তৃতীয় দিন কি দ্রুত নিউজ়িল্যান্ডকে অল আউট করে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে ভারত?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.