India vs New Zealand Live: পুনেতে স্পিনের দাপট, প্রথম দিনশেষে ভারতের থেকে ২৪৩ রানে এগিয়ে নিউজ়িল্যান্ড
India vs New Zealand 2nd Test Live Score: বেঙ্গালুরু টেস্টে হেরে সিরিজে ০-১ পিছিয়ে ভারত। পুণেতে সমতা ফেরাতে পারবেন রোহিত শর্মারা? ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের লাইভ আপডেট।
প্রথম দিনের খেলা শেষ। রোহিতের উইকেট হারালেও ভারতীয় দল যাতে আর কোনও উইকেট না হারায়, তা নিশ্চিত করেন শুভমন ও যশস্বী। শুভমন ১০ ও যশস্বী ছয় রানে অপরাজিত রয়েছেন। দিনশেষে ভারতের স্কোর এক উইকেটের বিনিময়ে ১৬ রান।
টিম সাউদির অনবদ্য আউটসুইং হওয়া বলে সম্পূর্ণ বিট হলেন রোহিত। তাঁর অফ স্টাম্প ভেঙে দিলেন সাউদি। ১ রানেই প্রথম উইকেট হারাল ভারত।
আজাজ পটেল ও মিচেল স্যান্টনার - পরপর দু'উইকেট নিলেন সুন্দর। সব মিলিয়ে ৭ উইকেট। ২৫৯ রানে শেষ হয়ে গেল নিউজ়িল্যান্ডের ইনিংস।
৫ রান করে সুন্দরের বলে বোল্ড সাউদি। পাঁচ উইকেট সুন্দরের। ৭৬ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ২৪২/৮।
গ্লেন ফিলিপ্সকে (৯) ফেরালেন সুন্দর। ৭৫ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৪২/৭।
ফের ঘাতক সুন্দর। ফেরালেন ডারিল মিচেলকে (১৮ রান)। ৭১ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৩২/৬।
সুন্দর ফেরালেন নিউজ়িল্যান্ডের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটার রাচিন রবীন্দ্রকে। সঙ্গে উইকেটকিপার টম ব্লান্ডেলকে। চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ২০১/৫।
সুন্দরের বলে বোল্ড ব্লান্ডেল (৩)। পরপর ২ ওভারে ২ উইকেট সুন্দরের ঝুলিতে। ৬২ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ২০১/৫।
৬৫ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড রাচিন রবীন্দ্র। ৬০ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ১৯৮/৪।
৫৪ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৭১/৩। ক্রিজে রাচিন রবীন্দ্র ও ডারিল মিচেল।
কনওয়েকে (৭৬ রান) ফেরালেন অশ্বিন। ৪৪ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৪০/৩।
হাফসেঞ্চুরি কনওয়ের। ৩৫ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১১৩/২।
নিউজ়িল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়াই চালাচ্ছেন ডেভন কনওয়ে। ৪৭ রানে ক্রিজে রয়েছেন তিনি। লাঞ্চ বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ৩১ ওভারে ৯২/২।
ফের ধাক্কা দিলেন অশ্বিন। তাঁর বলে ইয়ংয়ের বিরুদ্ধে কট বিহাইন্ডের জোরাল দাবি নাকচ করেন আম্পায়ার। ডিআরএস নেয় ভারত। তাতেই দেখা যায়, বল ইয়ংয়ের গ্লাভসে লেগেছে। ২৪ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ৭৬/২।
২০ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৬৪/১। কনওয়ে ৩১ ও ইয়ং ১৫ রানে ক্রিজে।
অশ্বিন আক্রমণে এসেই তুলে নিলেন ল্যাথামকে (১৫ রান)। ৯ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৩২/১।
নিউজ়িল্যান্ড দলে একটি পরিবর্তন। আগের ম্যাচে সফল ম্যাট হেনরির পরিবর্তে সুযোগ মিচেল স্যান্টনারকে। ২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৭/০।
ভারতীয় দলে তিনটি পরিবর্তন। মহম্মদ সিরাজ, কে এল রাহুল ও কুলদীপ যাদবের পরিবর্তে দলে এলেন আকাশ দীপ, শুভমন গিল ও ওয়াশিংটন সুন্দর।
পুণেতে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজ়িল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের। প্রথমে ফিল্ডিং করবে ভারত।
পুণের পিচে সুবিধা পেতে পারেন স্পিনাররা। ভারতীয় দলে কি ফিরবেন বাংলার পেসার আকাশ দীপ? তাঁকে ওয়ার্ম আপ করতে দেখা যাচ্ছে।
প্রেক্ষাপট
পুণে: বেঙ্গালুরুতে নিউজ়িল্যান্ডের (India vs NZ) কাছে ভারত টেস্টে হেরে গিয়েছে। তবে দ্বিতীয় ইনিংসে হাঁটুর চোট নিয়েও ঋষভ পন্থের (Rishabh Pant) দুরন্ত ইনিংস গোটা বিশ্বের কুর্নিশ কুড়িয়ে নিয়েছে। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল পন্থের। ৯৯ রান করে আউট হয়েছিলেন বাঁহাতি ব্যাটার।
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অবশ্য উদ্বেগে ছিলেন, দ্বিতীয় টেস্টে পুণেতে পন্থ খেলতে পারবেন কি না। কারণ, আগের টেস্টে রবীন্দ্র জাডেজার বলে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন পন্থ। যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছিল তাঁকে। কারণ, গুরুতর গাড়ি দুর্ঘটনায় এই ডান হাঁটুতেই চোট পেয়েছিলেন পন্থ। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের পর জানিয়েছিলেন, পন্থের হাঁটু ফুলে রয়েছে। চিকিৎসা চলছে।
তবে পুণে টেস্টের আগের দিন ভাল খবর দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। জানালেন, পন্থ ফিট। খেলবেন দ্বিতীয় টেস্টে। শুধু খেলবেনই না, উইকেটকিপিংও করবেন। সেই সঙ্গে ঘাড়ের ব্যথায় আগের টেস্টে খেলতে না পারা শুভমন গিলও সেরে উঠেছেন বলে জানিয়েছেন গৌতি।
ম্য়াচের আগের দিন সাংবাদিকদের গম্ভীর বলেছেন, 'প্রথম ম্যাচের আগে শুভমন গিল চোট পেয়েছিল। এই নয় যে, দলে ওকে রাখা হয়নি। ও চোটের জন্য খেলতে পারেনি। ওর ঘাড়ে সমস্যা দেখা দিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে ও যেভাবে ব্যাটিং করেছে, তাতে অবশ্যই ও প্রথম একাদশে থাকবে। তবে বাকি একাদশ এখনও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার সকালে একাদশ চূড়ান্ত করব। দেখতে হবে কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চাই। আর যাই হোক না কেন, এমন দল নিয়ে মাঠে নামতে চাই যাতে ম্যাচটা জেতা যায়।'
আরও পড়ুন: কোহলির ব্যাটিং-ভিডিও দেখে অস্ট্রেলিয়ায় বোলারদের শাসনের প্রস্তুতি নিচ্ছেন বাংলার ক্রিকেটার
পুণের পিচ ও পরিবেশ পরিস্থিতি থেকে স্পিনাররা বাড়তি সাহায্য পেতে পারেন। ম্যাচের কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে। তবে এখন বেশ গরম। গম্ভীর যদিও বলেছেন, 'বিশ্বের এমন কেউ নেই যে বলে দিতে পারে পিচ কেমন আচরণ করবে। তবে আমাদের ধারণা ভারতীয় উইকেট যেমন হয়, পুণের পিচও তাই হবে।'
আরও পড়ুন: সৌরভের মানবিক উদ্যোগ, অভাবী শিশুদের পড়াশোনায় সাহায্য, বয়স্কদেরও পাশে দাঁড়ালেন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -