পুণে: ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। যার প্রভাবে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও। তাপমাত্রার পারদও অনেকটাই কম।
কিন্তু প্রাকৃতিক দুর্যোগের লেশমাত্র নেই মহারাষ্ট্রে। পুণের পাহাড়ের কোলে গাহুঞ্জে ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজ়িল্যান্ড (India vs New Zealand)। পুণেতে বেশ গরম। আর তার মাঝেই কাহিল দর্শকদের ভোগান্তি বাড়াল জলের সংকট।
পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের জন্য যে প্যাকেজড জলের ব্যবস্থা করা হয়েছিল, বৃহস্পতিবার, ম্যাচের প্রথম দিন তা নির্ধারিত সময়ে এসে পৌঁছয়নি। তাই তীব্র গরমে পানীয় জল ছাড়াই দীর্ঘক্ষণ সময় খেলা দেখতে হল দর্শকদের। যা নিয়ে তীব্র ক্ষোভ। বিতর্কবিদ্ধ পুণে টেস্টের প্রথম দিন।
আগে ভারতের সব মাঠেই দর্শকরা নিজস্ব পানীয় জলের বোতল নিয়েই ঢুকতে পারতেন। নিরাপত্তার কড়াকড়ি শুরু হয় অবাঞ্ছিত কিছু ঘটনায়। বিশেষ করে ১৯৯৬ সালের বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই অভিশপ্ত সেমিফাইনালে ভারতের পরাজয়ের পর মাঠেই শুরু হয়েছিল দর্শক হাঙ্গামা। সেই সময় গ্যালারি থেকে ক্রিকেটারদের দিকে জলের বোতল ছোড়া হয়। তারপর থেকেই কার্যত ভারতের সব ক্রিকেট স্টেডিয়ামে বাইরে থেকে বোতল আনা নিষিদ্ধ করা হয়। পরিবর্তে জলের পাউচ সরবরাহ করে থাকেন সংশ্লিষ্ট ক্রিকেট সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ভেণ্ডাররা।
কিন্তু বৃহস্পতিবার পুণেতে নির্দিষ্ট সময়ে সেই জল এসে পৌঁছয়নি। যে কারণে দর্শখদের ক্ষোভ তৈরি হয়। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে স্লোগানও ওঠে গ্যালারি থেকে। পরে অবশ্য গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেয় ক্রিকেট সংস্থা।
বৃহস্পতিবার, ভারত বনাম নিউজ়িল্যান্ড টেস্টের প্রথম দিন মাঠে খেলা দেখতে এসেছিলেন ১৮ হাজার দর্শক। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামের বেশিরভাগ অংশেই কোনও শেড নেই। তীব্র রোদের মধ্যে বসেই খেলা দেখতে হয় দর্শকদের। প্রথম সেশনের খেলার পরই সকলে নির্ধারিত জলের জায়গায় দৌড়ন। কিন্তু সেখানে গিয়ে তাঁদের শুনতে হয়, পানীয় জল নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পরই শুরু হয় বিক্ষোভ প্রদর্শন।
মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব কমলেশ পিসল পরে সাংবাদিকদের বলেন, 'সমস্ত ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে সব কিছু ঠিকঠাক হবে বলে কথা দিচ্ছি। জলের সমস্যা আমরা মিটিয়ে নিয়েছি। আমরা ঠিক করেছিলাম দর্শকদের জন্য শীতল পানীয় জলের ব্যবস্থা করব। কিন্তু গাড়ির সমস্যা হয়েছিল। সেই কারণেই লাঞ্চ বিরতির সময় কয়েকটি বুথে জল ছিল না।'