পুণে: ঋষভ পন্থ (Rishabh Pant) মাঠে থাকা মানেই বিনোদন। তা ব্যাট হাতে হোক বা উইকেটের পিছনে। ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্টের (IND vs NZ 2nd Test) প্রথম দিনেও তিনি এমন কাণ্ড ঘটালেন যা শুনে সকলেই হেসে গড়াগড়ি খাওয়ার উপক্রম। ঠিক কী এমন ঘটল?


পুণেতে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও আর অশ্বিনের ঘূর্ণিতে কুপোকাত হয় কিউয়ি ব্যাটাররা। একের পর এক ব্যাটার ফিরে যাচ্ছিলেন। দ্রুত গতিতে ইনিংস গুটিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন ভারতীয় বোলাররা। এমন পরিস্থিতিতে ক্রিজে ব্যাটিংরত আজাজ পটেলকে আউট করার লক্ষ্যে বোলার সুন্দরকে পন্থ বলেন, 'ওয়াশি আগে বল করতে পারিস কিন্তু। একটু বাইরের দিকে বল কর।' ঋষভের পরামর্শ মেনে ঠিক তেমনটাই করেন সুন্দর। তবে আজাজ আউট তো হননি, বরং স্ট্রেট ড্রাইভে চার মারেন। 


এর পরেই পন্থকে স্টাম্প মাইকে বলতে শোনা যায়, 'আরে আমি কী ভাবে জানব যে ও হিন্দি বোঝে!' এখানে বলা প্রয়োজনীয় যে আজাজ কিউয়ি দলের হয়ে খেললেও, তিনি কিন্তু আদপে ভারতীয় বংশোদ্ভূত। তাই তাঁর পক্ষে হিন্দি অন্তত বোঝাটা অস্বাভাবিক কিছু নয়। তবে আজাজ খুব বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ওয়াশিংটন সুন্দরের বলেই চার রানে বোল্ড হন তিনি। সুন্দর নিজের কেরিয়ার সেরা ৫৯ রানের বিনিময়ে সাত উইকেট নিয়ে নিউজ়িল্য়ান্ডকে ২৫৯ রানেই অল আউট করে দেন। জবাবে দিনশেষে ভারতের স্কোর এক উইকেটের বিনিময়ে ১৬ রান।


 






নিজের দুরন্ত বোলিংয়ের পর পরিকল্পনা ফাঁস করেন সুন্দর। তারকা ভারতীয় অলরাউন্ডার বলেন, 'পরিস্থিতি বা প্রতিপক্ষে যেমন বা যেই হোক না কেন, আমি প্রতিটা বল সঠিক ঠিকানায় রাখার চেষ্টা করছিলাম। সবটাই ঈশ্বরের কৃপা। গোটা বিষয়টায় সাফল্য পেয়েছি। নির্দিষ্ট জায়গায় বল রেখে খালি গতিতে সামন্য এদিক ওদিক করে বোলিং করার চেষ্টাতেই ছিলাম আমি। অত্যন্ত কৃতজ্ঞ আমি।' এই পরিকল্পনা যে তাঁকে সাফল্য এনে দিয়েছে, তা বলাই বাহুল্য।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারত-নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই একাধিক রেকর্ডের মালিক ওয়াশিংটন সুন্দর