মুম্বই: ব্যাটে রান নেই তাঁর। কিন্তু বিরাট কোহলি (Virat Kohli) মানেই যেন বিনোদন। কখনও ক্যাচ ধরে আগ্রাসী উৎসব করে গ্যালারি তাতিয়ে তুলবেন। কখনও সেঞ্চুরির পর গ্যালারিতে বসা স্ত্রী অনুষ্কা শর্মাকে চুম্বন ছুড়ে দেবেন। তো কখনও 'হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি জ্যায়সি হো' শুনে শুভমন গিলের সঙ্গে খুনসুটি করবেন। বা স্টেডিয়ামের মিউজিক সিস্টেমে গানের তালে নাচ শুরু করবেন।
মুম্বইয়ের ঐতিহ্যশালী ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন মাঠে নাচতে দেখা গেল কোহলিকে। যা দেখে ভক্তরা উচ্ছ্বসিত।
সিরিজে ইতিমধ্যেই হেরে গিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ পকেটে পুরেছেন কিউয়িরা। প্রথমবার ভারতের মাটি থেকে টেস্ট সিরিজ জেতার কৃতিত্ব অর্জন করেছে নিউজ়িল্যান্ড। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে ভারত বনাম নিউজ়িল্যান্ড তৃতীয় টেস্টের গুরুত্ব রয়েছে। কারণ, চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আর ৬টি ম্যাচ বাকি ভারতের। যার মধ্যে ৪টি টেস্ট জিততে হবে ভারতকে। তবেই ফাইনালে খেলার ছাড়পত্র পাবে। তা না হলে অপেক্ষা করে থাকতে হবে অন্য দলের ফলের ওপর।
ওয়াংখেড়ে টেস্টেও সুবিধাজনক জায়গায় নেই ভারত। নিউজ়িল্য়ান্ড ২৩৫ রানে অল আউট হয়ে যাওয়ার পর ৮৬ রানে ৪ উইকেট খুইয়ে বসেছে ভারতও। যার মধ্যে দিনের খেলার একেবারে অন্তিম লগ্নে ৮ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়েছে ভারত। মাত্র ৪ রান করে রান আউট হয়ে গিয়েছেন কোহলিও। তাঁর আউট হওয়ার ধরন নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
তবে ভারতের ফিল্ডিংয়ের সময় খোশমেজাজে দেখা গিয়েছে বিরাটকে। তাঁর অন্যতম প্রিয় গান 'মাই নেম ইজ লক্ষ্মণ'। অতীতেও স্টেডিয়ামের মিউজিক সিস্টেমে এই গান শুনে নেচেছেন কোহলি।
শুক্রবার ম্যাচে নিউজ়িল্যান্ডের ব্যাটিং চলাকালীন স্লিপ কর্ডনে ফিল্ডিং করছিলেন কোহলি। তখনই গ্যালারি থেকে এক দল যুবক গলা ছেড়ে গাইতে শুরু করেন 'মাই নেম ইজ লক্ষ্মণ'। তৎক্ষনাৎ নাচতে শুরু করেন কোহলি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।