মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুজনেই পারফর্ম করেছেন। ব্যাট হাতে ঝড় তুলেছেন হার্দিক। আর বল হাতে ম্য়াজিক দেখিয়েছেন জসপ্রীত বুমরা। কিন্তু সূত্রের খবর, কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হয়ত পাওয়া যাবে না ২ তারকা ক্রিকেটারকেই। দুজনেই কিন্তু দুজনেই কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে রয়েছেন। তাহলে কি ওয়ান ডে সিরিজের আগে নতুন কোনও চোট পেলেন? না কি শুধুমাত্র মেগা টুর্নামেন্টের আগে বিশ্রাম দেওয়া হতে পারে?

Continues below advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে আগামী ১১ জানুয়ারি থেকে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী দুই তারকা ক্রিকেটারকেই হয়ত বিশ্রাম দেওয়া হবে। কারণ ওয়ান ডে সিরিজের পরই পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের, আর তারপরই বিশ্বকাপের আসর শুরু। 

বিসিসিআই সূত্রে খবর, বুমরার ওয়ার্কলোড এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। দলের বোলিং লাইন আপের প্রধান অস্ত্র তিনি। কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন। তাই ওয়ান ডে সিরিজে এখন আর খেলানো হবে না ডানহাতি পেসারকে। এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও ভারতীয় দলে ছিলেন না বুমরা।

Continues below advertisement

হার্দিক পাণ্ড্য এশিয়া কাপের সেমিফাইনালে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন সদ্য শেষ হওয়া প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই। এই পরিস্থিতিতে ম্য়াচ ফিট থাকতে শুধুমাত্র বঢোদরার হয়ে ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন হার্দিক।

ঈশান কিষাণের কামব্যাক নিয়ে কী বললেন অশ্বিন

অধিনায়ক হিসেবে ঝাড়খণ্ডকে প্রথমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন করেছেন। এছাড়া নিজেও ব্যাট হাতে একের পর এক ম্য়াচ জেতানো ইনিংস খেলেছিলেন। রানের ফুলঝুরি দেখা গিয়েছে ব্যাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য় ঘোষিত ভারতীয় দলে আচমকাই ঢুকে পড়েছেন ঈশান কিষাণ। এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, "এটা একটা উপহার যেটা ক্রিকেট কিষাণকে দিল। বাইরের অনেকেই ভাববেন এটা কী, কেউ কেউ আবার বলবেন এটা ঠিক হল না। কিন্তু, জীবন বৃত্তাকার। এর আগে ঈশানের দলে না থাকার কারণ এবং এখন যেভাবে ফিরে এলেন, তার একটাই কারণ। ক্রিকেটের যে সম্মান প্রাপ্য তা তিনি দিয়েছেন।" ঝাড়খণ্ডের হয়ে সম্প্রতি ২০২৫-'২৬ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসাধারণ পারফর্ম করেছেন ঈশান। এই প্রথমবার এই ট্রফি জিতেছে ঝাড়খণ্ড। তাই ২০২৩-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি২০ খেলার পর আবার ফিরে এলেন ঈশান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১০ ইনিংস খেলে ৫৭.৪৪ গড়ে ৫১৭ রান তুলেছেন বাঁহাতি ব্যাটার। এরমধ্যে ২টি শতরান ও ২টি অর্ধ শতরান রয়েছে। হরিয়ানার বিরুদ্ধে ফাইনালে শতরান করেছেন। স্ট্রাইক রেট ছিল ১৯৭-এর বেশি। এর পাশাপাশি অশ্বিন ঈশানের বুচি বাবু ট্রফি, রঞ্জি ট্রফির প্রস্তুতি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকতার কথা উল্লেখ করেন।