মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলে সূর্যকুমার যাদবকেই অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। ডানহাতি মুম্বইকর ব্যাটার এই ফর্ম্য়াটেই শুধু দেশের জন্য খেলেন। এমনকী গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের ক্যাপ্টেনও তিনি। কিন্তু গত এক বছরে ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই সূর্য। ঠিক একই কারণে শুভমন গিলকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সূর্যকে দলের অধিনায়কই রেখে দেওয়া হল। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে।
সূর্য নিজেও কিন্তু সজাগ তাঁর ব্যাটিং ফর্ম নিয়ে। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ''আমার খারাপ সময় অনেকদিন ধরেই চলছে। এটা আমার মাথায় আছে। কিন্তু আমি জানি যে কী করতে হবে। সবকিছু ঠিক করার সময় আছে। আমি নিশ্চিত ব্যাটার সূর্যকুমারকে দ্রুত দেখতে পাওয়া যাবে।''