মুম্বই: আগামী বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। প্রথমে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও পরে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে। নিঃসন্দেহে ওয়ান ডে সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে বিরাট কোহলি ও রোহিত শর্মার দলে আসা। টি টোয়েন্টি ফর্ম্যাটে না খেললেও ওয়ান ফর্ম্যাটের সিরিজে দুই তারকাকে দেখতে পাওয়া যাবে।
ঘরোয়া ক্রিকেটে ১৫ বছর পর বিজয় হাজারে টুর্নামেন্টে খেলতে নেমেছেন বিরাট। প্রথম ম্যাচে শতরান ও দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলে ফেলেছেন। আরও একটি ম্যাচে খেলবেন কিং কোহলি। সেখানেও বড় ইনিংস খেলার আশাতেই নামবেন। এক নজরে দেখা যাক কিউয়িদের বিরুদ্ধে কেমন রেকর্ড বিরাটের ওয়ান ডে ফর্ম্য়াটে----
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ৩৩টি ইনিংস খেলেছেন বিরাট কোহলি। মোট ১৬৫৭ রান করেছেন কিং কোহলি। শতরান হাঁকিয়েছেন মোট ৬টি ও অর্ধশতরান হাঁকিয়েছেন মোট ৯টি। ৫৫. ৫৩ গড়ে রান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে কিউয়িদের বিরুদ্ধে মোট ১৪৮টি বাউন্ডারি ও ২৪টি ছক্কা হাঁকিয়েছেন। উল্লেখ্য, বিসিসিআই হয়ত কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করতে পারে আগামী ৩ অথবা ৪ জানুয়ারি।
বাদ পড়তে পারেন পন্থ
এদিকে, ১১ জানুয়ারি থেকে কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে খেলতে নামবে ভারত। Sports Tak-র রিপোর্ট অনুযায়ী সেই সিরিজ়ে জায়গা পাচ্ছেন না পন্থ। বহু আগেই কেএল রাহুলের কাছে পন্থ ওয়ান ডেতে প্রথম পছন্দের কিপার-ব্যাটারের জায়গা হারিয়েছেন। তিনি দিনকয়েক আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতীয় দলের অঙ্গ ছিলেন বটে, তবে সেই সিরিজ়ে একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার তাঁকে দল থেকেই ছেঁটে ফেলা হতে পারে বলে দাবি করা হচ্ছে।
পন্থের বদলে তাহলে কে সুযোগ পেতে পারেন? খবর অনুযায়ী পন্থের জায়গায় দ্বিতীয় কিপার-ব্যাটার হিসাবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েও সুযোগ পেতে পারেন ঈশান কিষাণ। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মের সুবাদে ঈশান বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। এবার তাঁকে ওয়ান ডেতেও পরখ করে দেখা হতে পারে।
ঈশানের পাশাপাশি কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ফিরতে পারেন শুভমন গিলও। সদ্যই টি-টোয়েন্টি দল থেকে ছাঁটাই করা হয়েছে গিলকে। ঘাড়ের চোটের জন্য গিল প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে খেলতে পারেননি। তাঁর বদলে কেএল রাহুল অধিনায়কের দায়িত্ব পালন করেন। তবে তিনি ফিট হয়ে গিয়েছেন বলেই। তাই ফের একবার তাঁকেই আসন্ন ওয়ান ডে সিরিজ়ে দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজের ফিটনেস অনুশীলন শুরু করলেও অবশ্য তাঁর এই সিরিজ়ে সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েছে।