India vs New Zealand Live: বড় লিডের দিকে নিউজ়িল্যান্ড, ভারতের সামনে অগ্নিপরীক্ষা, পুণে টেস্টের লাইভ আপডেট

IND vs NZ Score Live: নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংস শেষ ২৫৯ রানে। শুরুতেই রোহিত শর্মাকে খুইয়েছে ভারত। আজ ভারতের জবাব দেওয়ার পালা।

ABP Ananda Last Updated: 25 Oct 2024 04:42 PM
India vs New Zealand Live: দ্বিতীয় দিনের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৯৮/৫

দ্বিতীয় দিনের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৯৮/৫। ৩০১ রানে এগিয়ে রয়েছে। ভারতের সামনে শনিবার অগ্নিপরীক্ষা।

IND vs NZ Live Score: সুন্দরের বলে ৮৬ রান করে ফিরলেন ল্যাথাম

সুন্দরের বলে ৮৬ রান করে ফিরলেন ল্যাথাম। ৪৫ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮৩/৫। লিড ২৮৬ রানের।

IND vs NZ Score Live: ২৭০ রানের লিড নিউজ়িল্যান্ডের

অধিনায়কোচিত ইনিংস টম ল্যাথামের। ৭৫ রানে ক্রিজে। নিউজ়িল্যান্ডের স্কোর ১৬৭/৪। ২৭০ রানে এগিয়ে তারা।

IND vs NZ Score Live: মিচেলকে ফেরালেন সুন্দর

ডারিল মিচেলকে ফেরালেন সুন্দর। ৩১ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১২৬/৪। লিড ২২৯ রানের।

India vs New Zealand Live: ৯ রান করে সুন্দরের বলে ফিরলেন রবীন্দ্র

৯ রান করে সুন্দরের বলে ফিরলেন রবীন্দ্র। নিউজ়িল্যান্ডের স্কোর ১১৪/৩। ২১৭ রানের লিড নিল।

IND vs NZ Live Score: নিউজ়িল্যান্ডের স্কোর ৮৫/২

উইল ইয়ংকে ফেরালেন অশ্বিন। নিউজ়িল্যান্ডের স্কোর ৮৫/২। চা পানের বিরতিতে ১৮৮ রানের লিড।

IND vs NZ Live Score: নিউজ়িল্যান্ডের স্কোর ৪৯/১

কনওয়েকে ফিরিয়ে নিউজ়িল্যান্ডকে প্রথম ধাক্কা সুন্দরের। নিউজ়িল্যান্ডের স্কোর ৪৯/১।

IND vs NZ Score Live: ঝোড়ো শুরু দুই কিউয়ি ওপেনারের

ঝোড়ো শুরু দুই কিউয়ি ওপেনারের। ওয়ান ডে ক্রিকেটের ঢঙে খেলে ৯ ওভারে তুলল ৩৪/০।

IND vs NZ Score Live: ১৫৬ রানে অল আউট ভারত

প্রথম ইনিংসে ১৫৬ রানে অল আউট ভারত। সাত উইকেট স্যান্টনারের। ১০৩ রানের বিরাট লিড নিল নিউজ়িল্যান্ড।

India vs New Zealand Live: ভারতের স্কোর ১৩৬/৮

আগ্রাসী ব্যাটিং করছিলেন জাডেজা। ৩৮ রান করে ফিরলেন স্যান্টনারের বলে। প্রথমবার টেস্টে ইনিংসে ৫ উইকেট স্যান্টনারের। ভারতের স্কোর ১৩৬/৮।

IND vs NZ Live Score: নিউজ়িল্যান্ডের চেয়ে এখনও ১৫২ রানে পিছিয়ে ভারত

বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসের পর পুণে টেস্টেও প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন ভারত। নিউজ়িল্যান্ডের (India vs NZ) ২৫৯ রান তাড়া করতে নেমে দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ১০৭/৭। প্রথম সারির সব ব্যাটাররাই ফিরে গিয়েছেন। ক্রিজে এখন রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। নিউজ়িল্যান্ডের চেয়ে এখনও ১৫২ রানে পিছিয়ে ভারত। 

India vs New Zealand Live: লাঞ্চ বিরতিতে ৩৮ ওভারে ভারতের স্কোর ১০৭/৭

পরপর দুই ধাক্কা মিচেল স্যান্টনারের। ফেরালেন সরফরাজ (১১ রান) ও অশ্বিনকে (৪ রান)। লাঞ্চ বিরতিতে ৩৮ ওভারে ভারতের স্কোর ১০৭/৭।

India vs New Zealand Live: ফিলিপ্সের বল আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড পন্থ

ফিলিপ্সের বল আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড পন্থ (১৮ রান)। ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত।

IND vs NZ Score Live: ৩০ ওভারে ভারতের স্কোর ৮৩/৪

ব্যক্তিগত ১ রানের মাথায় থাকা সরফরাজের ক্যাচ পড়ল স্লিপে। ৩০ ওভারে ভারতের স্কোর ৮৩/৪।

IND vs NZ Live Score: ৩০ রান করে গ্লেন ফিলিপ্সের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন যশস্বী

৩০ রান করে গ্লেন ফিলিপ্সের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন যশস্বী। ৭০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ভারত। ক্রিজে ঋষভ পন্থ ও সরফরাজ খান।

IND vs NZ Score Live: ফুলটস বলের লাইন মিস করে বোল্ড কোহলি

স্যান্টনারের দ্বিতীয় ধাক্কা। তাঁর ফুলটস বলের লাইন মিস করে বোল্ড কোহলি। নীরবতা পুণের গ্যালারিতে। মাত্র ১ রান করে ফিরলেন। ভারতের স্কোর ৫৬/৩।

India vs New Zealand Live: ৩০ রান করে ফিরলেন গিল

স্যান্টনারের বলে ৩০ রান করে ফিরলেন গিল। ৫০ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন।

IND vs NZ Live Score: সাউদিকে স্টেপ আউট করে ছক্কা শুভমন গিলের

টিম সাউদিকে স্টেপ আউট করে ছক্কা শুভমন গিলের। ১৭ ওভারের শেষে ভারতের স্কোর ৩৪/১।

India vs New Zealand Live: স্পিন দিয়ে আক্রমণ শুরু নিউজ়িল্যান্ডের

স্পিন দিয়ে আক্রমণ শুরু নিউজ়িল্যান্ডের। দিনের প্রথম ওভারেই শুভমন গিলের বিরুদ্ধে জোরাল এলবিডব্লিউয়ের আবেগন মিচেল স্যান্টনারের। ডিআরএস নেয় নিউজ়িল্যান্ড। তবে নট আউট গিল। ১২ ওভারের শেষে ভারতের স্কোর ১৭/১।

IND vs NZ Live: ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়েই

ঘূর্ণিঝড় দানার প্রভাবে কলকাতায় চলছে প্রবল বৃষ্টি। তবে পুণেতে ঝলমলে রোদ। সুন্দর আবহাওয়া। ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়েই।

IND vs NZ Score Live: এখনও ২৪৩ রানে পিছিয়ে রয়েছে ভারত

নিউজ়িল্যান্ডের চেয়ে এখনও ২৪৩ রানে পিছিয়ে রয়েছে ভারত। রোহিত ফিরে গিয়েছেন। ক্রিজে আছেন যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল।

প্রেক্ষাপট

পুণে: পুণেতে বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি ৯০ ওভারের লড়াই শেষে ভারতীয় দল আপাততে যে একটু এগিয়ে, তা বলাই বাহুল্য। সৌজন্যে অবশ্যই ওয়াশিংটন সুন্দরের (Washinton Sundar) স্পিন ভেল্কি। দ্বিতীয় টেস্টের (IND vs NZ 2nd Test) প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের ২৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে টিম ইন্ডিয়ার স্কোর ১৬। তবে দুর্ভাগ্যবশত অধিনায়ক রোহিত শর্মার উইকেট খোয়াতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আপাতত ভারতীয় দল ২৪৩ রান পিছিয়ে রয়েছে।     


প্রথম টেস্টে পরাজয়ের পরেই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন সুন্দর। পুণেতে ভারতীয় একাদশে কুলদীপের জায়গায় তৃতীয় স্পিনার হিসাবে সুযোগও পেয়ে যান তিনি। ১৩২৯ গিন পর জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে মাঠে নেমেই প্রতিপক্ষকে কুপোকাত করেন ওয়াশিংটন। তাঁর ৫৯ রানের বিনিময়ে সাত উইকেটের সুবাদেই নিউজ়িল্যান্ডকে ৩০০ রানের নীচে বেঁধে রাখা সম্ভব হল।


এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ভারতকে একটু হলেও বেসামাল করে দিয়েছিল নিউজ়িল্যান্ড। টম ল্যাথাম ও উইল ইয়ং খুব বড় রান না পেলেও, শুরুটা মন্দ করেনি নিউজ়িল্যান্ড। ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র, দুইজনেই অর্ধশতরান হাঁকান। দুইজনেই বেশ জমাটি পার্টনারশিপও গড়েন। সেই পার্টনারশিপ ভেঙে তৃতীয় সাফল্যটি পান অশ্বিন। এরপরে পুরোটাই 'সুন্দর কাহিনি'।


সুন্দরের ভেল্কিতে একে একে ড্যারেল মিচেল, রবীন্দ্র, গ্লেন ফিলিপ্সরা সাজঘরে ফিরে যান। মিচেল স্যান্টনার শেষের দিকে একটু লড়াই করেন বটে, না হলে তো ১৯৭ রানে তিন উইকেট থেকে ব্যাটিং ধসে কিউয়িদের ২৫০ রানের গণ্ডি পার করাই চাপের হয়ে গিয়েছিল। ২৫৯ রানে শেষ মেশ সমাপ্ত হয় কিউয়ি ইনিংস। ভারতের মাটিতে রেকর্ড, এক ইনিংসে পাঁচ ব্যাটারকে বোল্ড করেন সুন্দর। 


জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল শুরুটা ভাল করেনি। অধিনায়ক রোহিত শর্মা টিম সাউদির অনবদ্য বোলিংয়ে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। এই নিয়ে টেস্টে ১৪ নম্বর বার সাউদির বলে সাজঘরে ফিরতে হল রোহিতকে। ভারতীয় অধিনায়ক এর থেকে অধিকবার আউট করার কৃতিত্ব আর কারুর নেই। তবে শুভমন গিল ও যশস্বী নিশ্চিত করেন ভারত যাতে দিনশেষের আগে আর কোনও উইকেট না হারায়। কাল দুই তরুণ তুর্কির সামনে কিন্তু বেশ বড় চ্যালেঞ্জ। ভারতীয় দলের ব্যাটাররা কী করেন, সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জয়ের হ্যাটট্রিক ভারতের, সেমিফাইনালে তিলক-অভিষেকদের প্রতিপক্ষ কারা? 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.