ACC Emerging Asia Cup: জয়ের হ্যাটট্রিক ভারতের, সেমিফাইনালে তিলক-অভিষেকদের প্রতিপক্ষ কারা?
India A vs Oman: টানা তিন ম্যাচ জিতে নিলেন তিলক বর্মারা। জয়ের হ্যাটট্রিক করে যুব এশিয়া কাপের সেমিফাইনালে চলে গেল ভারত।
আল আমিরাট: এশীয় ক্রিকেট কাউন্সিল আয়োজিত এমার্জিং এশিয়া কাপে (ACC Emerging Asia Cup) দুরন্ত ছন্দে ভারতীয় যুব দল। টানা তিন ম্যাচ জিতে নিলেন তিলক বর্মারা। জয়ের হ্যাটট্রিক করে যুব এশিয়া কাপের সেমিফাইনালে চলে গেল ভারত। গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে উঠেও পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া ভারত। সেমিফাইনালে ভারতের সামনে আফগানিস্তান এ দল। যারা সীমিত ওভারের ক্রিকেটে চমক দিতে পারে যে কোনও দিন।
এমার্জিং এশিয়া কাপে গ্রুপে জয়ের হ্যাটট্রিক করলেন ভারতের ছোটরা। বুধবার ওমানকে ৬ উইকেটে হারিয়েছে ইন্ডিয়া 'এ'। প্রথমে ব্যাট করে ওমান নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ৫ উইকেটে ১৪০ রান। জবাবে মাত্র ১৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে ম্যাচ জিতে নেন তিলক বর্মারা।
গতবারে যে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল, তাদেরই টুর্নামেন্টের প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে কার্যত উড়িয়ে দেন তিলক, অভিষেক শর্মারা। টানা দুই ম্যাচ জিতে আগেই এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছিল ভারত। বুধবারের ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার। তবে সেই ম্যাচেও ওমানকে হারিয়ে দিল ভারত। আগামী শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবেন তিলকরা।
এবারের যুব এশিয়া কাপের আসর বসেছে ওমানে। বুধবার আয়োজক দেশের বিরুদ্ধেই ম্যাচ ছিল ভারতের। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ওমান। তবে ভারতের বোলিং আক্রমণের সামনে শুরুতেই কেঁপে যায় ওমানের টপ ব্যাটিং অর্ডার। পাওয়ার প্লে-র ৬ ওভারে মাত্র ৩৩ রানে তিন উইকেট হারিয়ে বসে যতীন্দ্র সিংহের দল। সেখান থেকে মহম্মদ নাদিম ও হামাদ মির্জার পাল্টা লড়াইয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় ওমান। নির্ধারিত ২০ ওভারের শেষে পাঁচ উইকেট খুইয়ে ১৪০ রান তোলে তারা। ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট পেয়েছেন আকিব খান, রাশিক সালাম, নিশান্ত সিন্ধু, রামনদীপ সিংহ ও সাই কিশোর।
প্রথমে মনে করা হয়েছিল, ১৪১ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যাবে ভারত। তবে শুরুর দিকে সমস্যায় পড়ে ভারত। পাওয়ার প্লে-র মধ্যেই আউট হন দুই ওপেনার অনুজ রাওয়াত ও অভিষেক শর্মা। সেখান থেকে অধিনায়ক তিলকের সঙ্গে ইনিংসের হাল ধরেন আয়ুষ বাদোনি। ৫১ রান করে জয়ের ভিত গড়ে দেন বাদোনি। ৩৬ রান করে অপরাজিত থাকেন তিলক।