বেঙ্গালুরু: বৃহস্পতিবার একটি ছবি দেখে শিউরে উঠেছিল গোটা দেশের সমস্ত ক্রিকেটপ্রেমী। উইকেটকিপিং করার সময় হাঁটুতে চোট পেয়ে যন্ত্রণায় কাতরাতে শুরু করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেই হাঁটুতেই যন্ত্রণা, গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর যে ডান হাঁটুতে একাধিক অস্ত্রোপচার হয়। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই হাঁটুতেই বল লাগার পর মাঠ ছাড়তে বাধ্য হন পন্থ। তাঁর পরিবর্তে বৃহস্পতিবার নিউজ়িল্যান্ডের (India vs New Zealand) বাকি ইনিংসে উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল।


ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যে ছবি দেখে উৎকণ্ঠায় ছিলেন। ভারত ৪৬ রানে অল আউট হওয়ার পর যদি পন্থ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে না পারেন, তা হলে তো প্রত্যাঘাতের স্বপ্নও শেষ। কার্যত কোণঠাসা নয়, ভারতের যেন ভেন্টিলেশনে ঢুকে পড়ার উপক্রম।


তবে শুক্রবার, ম্যাচের তৃতীয় দিনের একটা ছবি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কিছুটা আশ্বস্ত করবে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তখন ব্যাট হাতে পাল্টা লড়াই চালাচ্ছেন বিরাট কোহলি ও সরফরাজ খান। ৯৫/২ থেকে ভারতের স্কোর তখন দুশো পেরিয়েছে। ভারতের ড্রেসিংরুমের সামনে দেখা যায়, পন্থ প্যাড পরে বসে রয়েছেন। ব্যাটিং করতে নামার জন্য তৈরি। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে গল্প করছেন। বেশ খোশমেজাজেই দেখা যায় তাঁকে। যা দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। 


বৃহস্পতিবার, ম্যাচের দ্বিতীয় দিন বিকেলের দিকে একটি ছবি ভারতীয় শিবিরকে উদ্বেগে ফেলে দিয়েছিল। অস্ত্রোপচার হওয়া ডান হাঁটুতেই ফের চোট পেয়েছেন পন্থ। চোট এতটাই গুরুতর ছিল যে, মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় পন্থকে। তাঁর পরিবর্তে নিউজ়িল্যান্ড ইনিংসের শেষের দিকে উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল।


 




কী হয়েছিল পন্থের? চা পানের বিরতির পর রবীন্দ্র জাডেজার একটি দ্রুত গতির বল খেলতে গিয়ে ফস্কান কিউয়ি ব্যাটার ডেভন কনওয়ে। সেই বলটি পন্থও ঠিকমতো গ্রিপ করতে পারেননি। বলটি গিয়ে আছড়ে পড়ে পন্থের ডান হাঁটুতে।


বৃহস্পতিবার খেলার শেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিকদের জানিয়েছিলেন, গাড়ি দুর্ঘটনায় পন্থের যে হাঁটু গুরুতর জখম হয়েছিল, একাধিক অস্ত্রোপচার করতে হয়েছিল, সেই হাঁটুতেই চোট পেয়েছেন পন্থ। তাঁর হাঁটু বেশ ফুলে ছিল। আইসপ্যাক, যন্ত্রণা কমানোর ওষুধ দিতে হয় পন্থকে।


রোহিত জানিয়েছিলেন, পেশিতে চোট লেগেছে পন্থের। তবে পন্থ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারবেন কি না, সে নিয়ে বৃহস্পতিবার কিছু জানাননি রোহিত। যদিও পন্থের ব্যাট, প্যাড নিয়ে প্রস্তুত থাকার ছবি দেখে মুখে হাসি ফুটেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।


আরও পড়ুন: আইপিএল নিলামে দিল্লির টেবিলে থাকছেন সৌরভ, ২০২৭ সালে ফিরবেন ডিরেক্টর পদে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।