দুবাই: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্য়াচেই কিউয়িদের বিরুদ্ধে হেরে গিয়েছিল পাকিস্তান। আর রবিবার ২৩ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্য়াচে ভারতের বিরুদ্ধেও হারের পর টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার মুখে মহম্মদ রিজওয়ানরা। তিন দশক পর এবার প্রথম কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু চারদিনের মধ্যেই তাঁদের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওযার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এখনও খাতায় কলমে কিন্তু পাকিস্তানের সম্ভাবনা রয়েছে টুর্নামেন্টের শেষ চারে ওঠার। কিন্তু সেক্ষেত্রে অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাঁদের।
পাকিস্তান যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশ। এরমধ্যে বাংলাদেশ বাদ দিয়ে ভারত দুটো ম্য়াচ জিতে সেমির টিকিট পাকা করেছে। কিউয়িরা প্রথম ম্য়াচে জিতেছে। আজ ২৪ ফেব্রুয়ারি তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান শিবির চাইবে কিউয়িরা যাতে তাদের বাকি দুটো ম্য়াচ অর্থাৎ আজকের বাংলাদেশ ও ২ তারিখ ভারতের বিরুদ্ধে ম্যাচে হেরে যায়। তবে তাঁদের ২ পয়েন্ট হবে তিন ম্যাচ থেকে। অন্য়দিকে পাকিস্তানকে তাঁদের গ্রুপের শেষ ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে ভারত বাদে বাকি দলগুলোর মধ্যে রান রেটের তফাৎ দেখা হবে। সেখানেই বাবররা নিউজিল্যান্ড ও বাংলাদেশকে টেক্কা দিয়ে শেষ চারে জায়গা করে নিতে পারে।
আজ ২৪ ফেব্রুয়ারি যদি বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড জিতে যায়, তবে সেখানেই পাকিস্তানের সম্ভাবনা সেমিতে ওঠার শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে ভারতের সঙ্গে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট পাকা করে নেবে কিউয়ি ব্রিগেড।
টিম ম্য়ানেজমেন্টের সমালোচনায় শোয়েব আখতার
ভারতের বিরুদ্ধে ম্য়াচ হারের পর টিম ম্য়ানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শোয়েব বলেন, ''আমি এখানে একমাত্র এসেছি, কারণ আমাকে টাকা দেওয়া হয়েছে। যদি আমাকে অর্থ না দেওয়া হত তাহলে এই পাকিস্তান দলকে নিয়ে কোনও মন্তব্য করার ইচ্ছেও আমি প্রকাশ করতাম না। আমি এই দলটাকে নিয়ে সত্যিই হতাশ। কিছু বলার নেই। টিম ম্য়ানেজমেন্ট এই দল সাজানোয় নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। আধুনিক ক্রিকেটে যেখানে প্রতিটা দল ষষ্ঠ বোলিং বিকল্প নিয়ে মাঠে নামে। সেখানে পাকিস্তান টিম ম্য়ানেজমেন্ট পাঁচ বোলার খেলিয়েছে। আমার কোনও স্বার্থ নেই এঁদের নিয়ে কথা বলার। নিজের সময় নষ্ট করতে চাই না।''