নয়াদিল্লি: আইসিসি ইভেন্টে আরও একবার পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে গ্রুপ পর্বের ম্যাচে ৬ উইকেটে জিতেছিল রোহিত বাহিনী। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ও ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ ছাড়া গত কয়েকটি আইসিসি ইভেন্টে একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান শিবির। ভারত বনাম পাকিস্তান ক্রিকেট মহারণ নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
এক পডকাস্টে এসে দেশের প্রধানমন্ত্রী বলেন, "আমি বিশ্বাস করি ক্রীড়া এমন একটি বিষয় যা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে। আমি কখনও খেলাকে অসম্মান করিনা। মানুষের ভাবনাচিন্তার প্রসারণে খেলাধুলার অনেক বড় অবদান আছে।"
এরপরই নরেন্দ্র মোদি আরও বলেন, "ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনেক কথা হয়। কোন দল ভাল, এটা আমাকে যদি প্রশ্ন করা হয় আমি বলব ফলাফলই সব উত্তর দিয়ে দিচ্ছে যে কারা এগিয়ে। আমি ক্রিকেট বিশেষজ্ঞ নই। বিশেষজ্ঞরাই যথাযথ উত্তর দিতে পারবেন। কিনতি ম্যাচের ফল আমরা যা দেখছি, তা দিয়েই তো বিচার করব।"
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ক্রীড়াবিদদের বরাবর উৎসাহ দিয়ে আসছেন। এই মুহূর্তে ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের জন্য মরিয়া চেষ্টা করছে ভারত। এছাড়া শুধু ক্রিকেট নয়, ফুটবল, হকি, টেবিল টেনিস সব বিভাগেই ক্রীড়াবিদদের পাশে থাকেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন প্রধানমন্ত্রী। অলিম্পিক্স, প্যারালিম্পিক্স খেলতে যাওয়া ক্রীড়াবিদদের সঙ্গে নিজের বাসভবনে ডেকে কথা বলেন, তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেন। মোদি বলেন, "২০৩৬ অলিম্পিক্সে আয়োজনের বিষয়ে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি এই অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেলে আমাদের ক্রীড়াক্ষেত্র অন্য উচ্চতায় পৌঁছাবে। যেখানে অলিম্পিক্স হয়, সেই দেশের ক্রীড়াক্ষেত্র ছাড়াও বাকি বিষয়গুলোতেও আরও উন্নতি হয়। পরিবহণ, পর্যটন সেগুলোও রয়েছে। আমাদের এখানে অ্য়াথলিটদের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে ভাল পরিকাঠামো দেওয়ার। অলিম্পিক্স আয়োনের সুযোগ পেলে, সেই বিষয়ে আরও জোর দেওয়া যাবে।''
নিজের ফুটবল প্রেমের কথাও জানান মোোদি। তিনি বলেন, "আমাদের ফুটবল দল এখন অনেক উন্নত। বিশ্বের অনেক শক্তিশালী দলকে টেক্কা দিচ্ছে তারা। ৮০-৯০ এর দশকে আমার পছন্দের প্লেয়ার ছিলেন দিয়েগো মারাদোোনা। ওঁনার পায়ে জাদু ছিল। এছাড়া বর্তমান সময়ে লিওনেল মেসি রয়েছেন।"