দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2025) সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচে আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) দ্বৈরথ। পহেলগাঁও জঙ্গি হামলার পর এই মুহূর্তে দু দেশের সামাজিক-রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে। প্রথমে তো এশিয়া কাপে অংশ নেবে না ভারত, এমনটাও শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত দু দেশই টুর্নামেন্টে অংশ নিয়েছে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে ২ দল। কিন্তু এই প্রথমবার দুবাই স্টেডিয়ামে নামবে না ভারত-পাকিস্তান। এর আগেও ২২ গজের যুদ্ধে দুটো দল দুবাইয়ে আমনে সামনে হয়েছিল।
ইতিহাস বলছে, দুবাইয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট দল মুখোমুখি হয়েছে মোট ছয়বার। তিনবার ওয়ান ডে ফর্ম্য়াট ও তিনবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে ম্য়াচ হয়েছে। ভারতীয় ক্রিকেট দল তিনটি ওয়ান ডে ম্য়াচেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে এর আগে দুবাইয়ে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ওয়ান ডে ফর্ম্য়াটে পাক দলকে হারিয়ে টিম ইন্ডিয়া।
কুড়ির ফর্ম্য়াটে পাকিস্তান অবশ্য ভারতকে দুবার হারিয়েছে দুবাইয়ে। এশিয়া কাপেও কিন্তু এবার কুড়ির ফর্ম্য়াটেই খেলা হবে দু দলের। দুবাইয়ের পিচ সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে। আমিরশাহির বিরুদ্ধে চার উইকেট নেওয়ার পর দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচেও সূর্যকুমারের তুরুপের তাস হতে পারেন।
২২ গজের যে কয়েকটি মহারণ বেশ উল্লেখযোগ্য, সেগুলোর মধ্য়ে অন্যতম ভারত বনাম পাকিস্তানের ম্যাচ মানেই রুদ্ধশ্বাস লড়াই, টানটান উত্তেজনা। ম্যাচের বহু আগে থেকেই এই দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ চড়তে থাকে। ভারত-পাকিস্তান ম্যাচের যে উত্তেজনা বা হাইপ তাতে বিক্রি শুরু হওয়ার কিছু ঘণ্টার মধ্যেই নিমেষে বিক্রি হয়ে যায় সব টিকিট। তবে এবারের এশিয়া কাপের ছবিটা যেন আলাদা। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তো একেবারে তলানিতে বটেই, তার সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার এশিয়া কাপের এই ম্যাচের আকাশচুম্বী দাম। এই দুইয়ের সম্বন্বয়েই হয়তো রবিবার দুবাই আন্তর্জাতিক মাঠের গ্যালারিতে ভিড় জমানোর হিড়িক কমেছে বলে মনে করা হচ্ছে।
আবার কোনওপক্ষ মনে করছে যে বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতি এই ম্য়াচের আগ্রহ কমিয়েছে দর্শকদের মধ্য়ে। প্রায় দেড় দশকের ওপর ভারতীয় ক্রিকেটের মায়েস্ত্রো ছিলেন দুই তারকা ব্যাটার। কিন্তু এই এশিয়া কাপে দেখা যাচ্ছে না তাঁদের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন।