কলম্বো: ভারত-পাকিস্তানের (India vs Pakistan) এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপ পর্বের ম্যাচে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। সুপার ফোরের ম্যাচেও ফের একবার খলনায়ক বৃষ্টি। বরুণদেব বিঘ্ন ঘটানোয় রবিবার ২৪.১ ওভারের পরেই খেলা ভেস্তে যায়। তবে ঠিক এই সম্ভাবনার কথা মাথায় রেখেই এই মেগাদ্বৈরথের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। কাল ঠিক যেখানে খেলা থেমেছিল, আজ ফের একবার সেখান থেকেই ম্যাচ শুরু হবে। অবশ্য় আজকেও কলম্বোর আকাশের মুখ ভার।


আবহাওয়ার পূর্বাভাস (Colombo Weather Update) অনুযায়ী আজও ফের একবার বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে। ৮০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। ৯৯ শতাংশ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে বৃষ্টি না হলে সর্বাধিক তাপমাত্রা ২৮ ডিগ্রি হওয়ায় খেলার পরিবেশ বেশ মনোরম হবে। ক্রিকেটারদের অত্যাধিক গরমে কষ্ট পেতে হবে না। কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রামও জানান গতকাল প্রায় সারারাতই বৃষ্টি হয়েছে।


ওয়াসিম আক্রাম বর্তমানে ধারাভাষ্যকার হিসাবে দ্বীপরাষ্ট্রে রয়েছেন। তিনি শ্রীলঙ্কা থেকে কলম্বোর পরিবেশের আপডেট নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ দিয়েছেন। ওয়াসিম বলেন, 'কলম্বোর পরিবেশের আপডেট। গোটা রাত জুড়েই বৃষ্টির প্রকোপ বেড়েছে, কমেছে। এখন আকাশ খানিকটা পরিস্কার হলেও, সম্পূর্ণ পরিস্কার নয়। আকাশে মেঘ রয়েছে দেখা যাচ্ছে। বেশ হাওয়া দিচ্ছে। আপাতত তো পরিবেশ ঠিকই আছে, কিন্তু ম্যাচ শুরুর সময় কেমন থাকে, সেটা দেখার বিষয়। গোটা বিষয়টা চরম বিরক্তিকর হলেও, পরিবেশকে তো আর নিয়ন্ত্রণ করা যায় না। আমরা কেব প্রার্থনাই করতে পারি। আশা করছি আমরা ভাল ক্রিকেট দেখতে পাব।'  


 






আইসিসির নিয়ম অনুযায়ী একটা ওয়ান ডে ম্যাচ হওয়ার জন্য উভয় ইনিংসেই অন্তত ২০ ওভার হওয়ার প্রয়োজন। সেই  ওভারটুকুও না হলেও, গ্রুপ পর্বে যেমন হয়েছিল, সেইমতোই দুই দল এক এক পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে। ম্যাচ কিন্তু ঠিক যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই আজ আবার শুরু হবে। আজ খেলা শুরু হলে ভারতীয় দল নাগাড়ে তিনদিন মাঠে নামবে। কারণ, কালকেই আবার ভারত-শ্রীলঙ্কার ম্য়াচ হওয়ার কথা। ভারত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: 'শত্রু' যখন বন্ধু, ২২ গজের বাইরে সম্প্রীতির বার্তা, বুমরাকে উপহার দিলেন শাহিন