দুবাই: যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) নেই। ভারতের পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন তাঁর কাঁধেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি দুরন্ত ছন্দেও রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।


পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন সেই মহম্মদ শামিকেই (Mohammed Shami) মাঠ ছাড়তে হল! যা দেখে প্রবল উৎকণ্ঠায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। মাত্র ৩ ওভার বল করেই মাঠ থেকে বেরিয়ে গেলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ফাস্টবোলার। চোট পেয়েছেন তিনি। সবচেয়ে উদ্বেগের হচ্ছে, শামির পায়ের গোড়ালি সংলগ্ন জায়গায় সমস্যা তৈরি হয়েছে। গোড়ালির চোটের জন্যই প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি।


রবিবার টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। ভারতের পেস বোলিং আক্রমণের সেরা ভরসা শামিই। কারণ, যশপ্রীত বুমরা পিঠের চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। প্রথম দুই ম্যাচে ভারতের পেস বোলিং বিভাগে খেলানো হচ্ছে শামি ও হর্ষিত রানাকে। সঙ্গে তৃতীয় পেসারের কাজ করছেন হার্দিক পাণ্ড্য।


শামি রবিবার প্রথম ওভারেই এলোমেলো বোলিং করেন। সেই ওভারে ওঠে ৬ রান। যার মধ্যে পাঁচটি ওয়াইড! চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথম ওভারে এত ওয়াইড এক আগে কেউ করেননি। ১১ বলের ওভার করেন শামি। পাঁচ-পাঁচটি ওয়াইড করার পরই আলোচনা শুরু হয়ে যায়, শামি কি তবে ছন্দে নেই?


তবে নিজের দ্বিতীয় ওভারে ছন্দেই দেখা যায় শামিকে। ৪টি ডট বল করেন। দেন মাত্র ৪ রান। তৃতীয় ওভারেও ছন্দেই ছিলেন শামি। পাকিস্তানের দুই ওপেনার - বাবর আজম ও ইমাম উল হককে বেশ বিব্রত করছিলেন শামি।


আরও পড়ুন: পাকিস্তান ম্যাচের আগেই ভারতীয় শিবিরে দলের সেরা পেস অস্ত্র! দেখেই জয়ধ্বনি জনতার


তবে সেই ওভারের চতুর্থ বলটি করার পরই খোঁড়াতে দেখা যায় শামিকে। তিনি পায়ে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন। দেখে মনে হচ্ছিল, তাঁর পায়ে অস্বস্তি রয়েছে। কোনওমতে ওভারটি শেষ করেন শামি। তারপরই দেখা যায় ভারতীয় দলের ফিজিও এসে শামির পায়ে শুশ্রূষা করছেন। মাঠ ছেড়ে বেরিয়ে যান শামি। প্রথম স্পেলে মাত্র ৩ ওভার বল করে। 


পাকিস্তান ইনিংসের সপ্তম ওভারে শামির পরিবর্তে বল করতে আসেন হার্দিক পাণ্ড্য। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করছেন, শামি যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরেন। শেষ করেন বাকি সাত ওভার বোলিংও।


আরও পড়ুন: ইস্পাত কারখানা কবে তৈরি হচ্ছে? বড় আপডেট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়