India vs Pakistan Score LIVE: আজকের মত খেলা স্থগিত, আগামীকাল ফের শুরু সুপার ফোরের ভারত-পাক লড়াই

IND vs PAK Asia Cup 2023 LIVE: নেপালের বিরুদ্ধে ম্যাচে না খেললেও, পাকিস্তান ম্যাচের আগে ফের একবার ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন তারকা বোলার যশপ্রীত বুমরা।

ABP Ananda Last Updated: 10 Sep 2023 09:19 PM
India vs Pakistan LIVE: আজকের মত স্থগিত খেলা, ভারত-পাক ম্যাচ গড়াল রিজার্ভ ডে-তে

আজকের মত খেলা স্থগিত। আগামীকাল ভারতীয় সময় বিকেল ৩ থেকে ফের শুরু হবে খেলা। 

IND vs PAK LIVE: ৩৪ ওভারের ম্যাচ

রাত ৯ থেকে শুরু ম্যাচ। ৫০ ওভারের বদলে ৩৪ ওভারের ম্যাচ হবে। যদি বৃষ্টি ফের শুরু হয়, তবে যেখানে খেলা আজ শেষ হবে, আগামীকাল সেখান থেকেই ফের শুরু হবে।

India vs Pakistan LIVE: রাত ৮টায় ফের মাঠ পরিদর্শন

দ্বিতীয়বার মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা রাত ৮টায়। 

IND vs PAK LIVE: ৭.৩০ টায় পিচ পরিদর্শন করবেন আম্পায়াররা

বৃষ্টি কমলেও মাঠ ভেজা থাকায় এখনই খেলা শুরু করা সম্ভব হচ্ছে না। সন্ধে ৭.৩০-এ ফের পিচ দেখবেন ২ অনফিল্ড আম্পায়ার।

India vs Pakistan LIVE: সরছে কভার

প্রেমদাসা স্টেডিয়ামে কমল বৃষ্টি। মাঠের কভারের একটি আস্তরণ সরানো হচ্ছে। খেলা কি শুরু হবে?

IND vs PAK LIVE: বৃষ্টিতে বন্ধ খেলা

বৃষ্টিতে স্থগিত খেলা। ২৪.১ ওভারে ভারতের স্কোর এখনও ১৪৭/২।

India vs Pakistan LIVE: পর পর সাফল্য

দুরন্ত শুরু করলেও, পর পর দুই ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচে ফিরল পাকিস্তান দল। গিলকে ৫৮ রানে ফেরালেন শাহিন আফ্রিদি। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১২৪/২।  

IND vs PAK LIVE: প্রথম উইকেটের পতন

শাদাব খানের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন রোহিত। সেই শাদাবের বলে আউট হলেন রোহিত। জল পানের বিরতির পরেই সাফল্য পেল পাকিস্তান। ভাল ক্যাচ ধরলেন ফাহিম আশরফ ১২১ রানে প্রথম উইকেট হারাল ভারত।

India vs Pakistan LIVE: ৫০ পার করলেন রোহিতও

শাদাব খানের বলে ছক্কা হাঁকিয়ে ৪২ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন রোহিত শর্মা। ১৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১১৫।

IND vs PAK LIVE: শতরানের পার্টনারশিপ

বিনা উইকেটেই শতরানের গণ্ডি পার করে ফেলল ভারত। ১৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০৩। 

India vs Pakistan LIVE: অর্ধশতরান শুভমনের

৩৭ বলে অর্ধশতরান পূরণ করলেন শুভমন গিল। শাদাব খানের বিরুদ্ধে রোহিত দুরন্ত ব্যাটিং করলেন। দুইটি ছক্কা ও একটি একটি চার মারলেন রোহিত। ১৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯৬। 

IND vs PAK LIVE: অর্ধশতরান পার

নবম ওভার শেষেই অর্ধশতরানের গণ্ডি পার করল ভারতীয় ক্রিকেট দল। দুরন্ত ফর্মে দেখাচ্ছে শুভমন গিলকে। ৩০ বলে ৪১ রানে ব্যাট করছেন তিনি। রোহিত শর্মা ১০ রানে খেলছেন। ৯ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫৩।

India vs Pakistan LIVE: ভাল শুরু

শাহিনের বিরুদ্ধে এক ওভারে তিন চার মারলেন শুভমন গিল। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৩ রান।

IND vs PAK LIVE: ভারতীয় দলে দুই বদল

নেপাল ম্যাচের একাদশ থেকে ভারতীয় দলে দুই বদল ঘটানো হয়েছে। যশপ্রীত বুমরা দলে ফিরলেন ও বহু প্রতীক্ষার পর প্রত্যাবর্তন ঘটালেন কেএল রাহুল। শ্রেয়স আইয়ার চোট পাওয়ায় রাহুল দলে ফিরলেন।  

India vs Pakistan LIVE: টস জিতল পাকিস্তান

পাকিস্তান অধিনায়ক বাবর আজম টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল। গত ম্যাচের একাদশে কোনও বদল না ঘটিয়েই মাঠে নামছে পাকিস্তান। 

IND vs PAK LIVE: বিশেষ সুবিধা

এশিয়া কাপের বাকি ম্যাচগুলিতে রিজার্ভ ডে না থাকলেও, এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম।

India vs Pakistan LIVE: মাইলফলকের সামনে রোহিত, বিরাট

আর ৭৮ রান করলেই ১০ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করে ফেলবেন রোহিত শর্মা। ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করতে বিরাট কোহলির প্রয়োজন ৯৮ রান।

প্রেক্ষাপট

কলম্বো: পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান (IND vs PAK) গ্রুপ পর্বের দ্বৈরথ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। রবিবার কলম্বোয় এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে সেখানেও কাঁটা বৃষ্টি। বৃষ্টির আশঙ্কা ৯০ শতাংশ। ভারত-পাক ম্যাচ রবিবার করা না গেলে রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে সোমবার। তা নিয়ে বিতর্কও হচ্ছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ শিবির থেকে প্রশ্ন তোলা হচ্ছে, কেন শুধু ভারত-পাক ম্যাচেরই রিজার্ভ ডে থাকবে।


পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল দেখে নিতে চাইবে, কে এল রাহুল কতটা ম্যাচ ফিট হয়েছেন। ভারতীয় শিবির সূত্রে যা ইঙ্গিত, তাতে পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হবে রাহুলকে। যিনি এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলেননি। চোট পুরোপুরি না সারায়। তবে বিশ্বকাপের আগে হাতে সময় কম আর সেই কারণেই পাকিস্তানের বিরুদ্ধে রাহুলকে খেলিয়ে দেখে নিতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।


পাশাপাশি যশপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরে ওয়ান ডে ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন বল করেন, সেটা দেকে নিতেও মুখিয়ে থাকবে ভারতীয় শিবির। পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে বল করার সুযোগই পাননি বুম বুম বুমরা। আর নেপালের বিরুদ্ধে তিনি খেলেননি। প্রথম সন্তান জন্মানোর সময় স্ত্রী সঞ্জনার পাশে থাকবেন বলে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন।


মার্চ মাসে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন রাহুল। জুলাই মাসে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন বুমরা। এখন প্রশ্ন হচ্ছে, রাহুল খেললে বসবেন কে? উইকেটকিপার হিসাবে খেলা ঈশান কিষাণ টানা চার ওয়ান ডে ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ঝলসে উঠেছিল তাঁর ব্যাট। তবে রাহুল খেললে ঈশানের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।


পাল্লেকেলেতে যেটুকু খেলা হয়েছিল, তাতে পাক পেসারদের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের লড়াই জমে উঠেছিল। কলম্বোতেই ফের টানটান এক লড়াইয়ের অপেক্ষা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.