কেপ টাউন: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে Women's T20 WC 2023) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) ম্যাচ দিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় দল। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বিসমা মাহরুফ (Bismah Maroof)) নির্ধারিত ২০ ওভারে ভারতের বিরুদ্ধে ১৪৯ রান তুলল পাকিস্তান। পঞ্চম উইকেট তাঁর ও আয়েশা নাসিমের অর্ধশতরানের পার্টনারশিপের দৌলতেই লড়াইয়ের রসদ পেল পাকিস্তান।


শুরুতেই সাফল্য


ভারতের হয়ে বল হাতে রাধা যাদব (Radha Yadav) ২১ রানের বিনিময়ে দুই উইকেট নেন। ব্যাট হাতে পাকিস্তান অধিনায়ক বিসমা মাহরুফ অপরাজিত ৬৮ রানে ইনিংস খেলেন।  আয়েশা ২৫ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। বিসমা ও আয়েশা পঞ্চম উইকেটে পাকিস্তানের হয়ে ৮১ রান যোগ করেন। তবে বল হাতে শুরুটা কিন্তু ভারতই বেশি ভালভাবে করেছিল। ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারেই আট রানে জাভেরিয়া খানকে সাজঘরে ফেরত পাঠান দীপ্তি শর্মা। অপর ওপেনার মুনিবা আমিরও ১২ রানের বেশি করতে পারেননি। তাঁর উইকেট নেন রাধা যাদব।


আয়েশার প্রতিআক্রমণ


অষ্টম ওভারে পূজা বস্ত্রকর নিদা ডারকে শূন্য রানে সাজঘরে ফেরালে ৪৩ রানেই তিন উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় পাকিস্তান। তবে পাকিস্তানের হয়ে একদিকে সামলে রাখেন বিসমা। অধিনায়কোচিত অর্ধশতরান করেন তিনি। তাঁকে সঙ্গ দেন আয়েশা। আয়েশার আগ্রাসী ব্যাটিংয়েই কিছু ব্যাকফুটে চলে যায় ভারত। এই দুইয়ের দৌলতে ভারতের বিরুদ্ধে বেশ চ্যালেঞ্জিং ১৪৯ রান তোলে পাকিস্তান।


 






ভারত এই লক্ষ্যে পৌঁছতে পারে কি না, এখন সেটাই দেখার। ভারতের হয়ে আবার এই ম্যাচে স্মৃতি মান্ধানা নেই। তাই তাঁর অনুপস্থিতিতে শেফালি ভার্মাকে অন্য কারুর সঙ্গেই ওপেন করতে মাঠে নামতে হবে। তবে দুই অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী দলের সদস্য রিচা ঘোষ ও শেফালি ভারতীয় দলে ফেরায় যে দলের শক্তি বেশ কিছুটা বেড়েছে, তা বলাই বাহুল্য। ভারতীয় মিডল অর্ডারে অধিনায়ক হরমনপ্রীত ও অভিজ্ঞ জেমাইমার দিকেও কিন্তু নজর থাকবেই।


আরও পড়ুন: শুরুতেই উইকেট হারিয়েও পাওয়ার প্লেতে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রান তুলল পাকিস্তান