IND vs PAK, WT20: চাপের মুখে দুরন্ত অর্ধশতরান জেমাইমার, পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ভারত

India vs Pakistan, Women T20 WC 2023: দুর্ভাগ্যবশত ভারতীয় দল এই ম্যাচে তারকা ওপেনার স্মৃতি মান্ধানাকে চোটের কারণে পাচ্ছে না।

ABP Ananda Last Updated: 12 Feb 2023 09:45 PM
IndW vs PakW, T20 WC: সাত উইকেটে জয়

অপরাজিত ৫৮ রানের পার্টনারশিপে ভারতকে জয় এনে দিলেন রিচা ও জেমাইমা। জেমাইমা ৫৩ ও রিচা ৩১ রানে অপরাজিত রইলেন।

T20 Women's WC 2023: শতরানের গণ্ডি পার

১৬ রানে হরমনপ্রীত আউট হলেও ভারতের হয়ে একদিক ধরে রেখেছেন জেমাইমা। ১৫ ওভারে শতরানের গণ্ডি পেরল ভারত। বর্তমান স্কোর ১০৩/৩। জেমাইমা ৩৩ ও রিচা ৩ রানে ব্যাট করছেন।

IndW vs PakW, T20 WC: আগ্রাসী ব্যাটিং

জেমাইমা-হরমনপ্রীতের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত জয়ের দিকে এগোচ্ছে ভারতীয় দল। জেমাইমা ২৫ ও ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত ১৬ রানে ব্যাট করছেন। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৯২/২। জয়ের জন্য সাত ওভারে আর ৫৮ রানের প্রয়োজন।

T20 Women's WC 2023: দুরন্ত ক্যাচ

সিদরা আমিন বাউন্ডারি লাইনে এক অনবদ্য ক্যাচ নিয়ে ৩৩ রানে সাজঘরে ফেরালেন শেফালি ভার্মাকে। ৬৫ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত। জয়ের জন্য ৬৫ বলে ভারতের ৮৫ রানের প্রয়োজন, হাতে রয়েছে আট উইকেট। 

IndW vs PakW, T20 WC: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৪৩ রান তুলল ভারত। ইয়াস্তিকা ১৭ রানে আউট হলেও, শেফালি ভার্মা ২৫ রানে ও জেমাইমা দুই রানে ব্যাট করছেন।

T20 Women's WC 2023: ভারতের লক্ষ্য ১৫০

পরপর দুই ওভারে আয়েশার ক্যাচ মিস হল। সেই সুযোগও তুললেন আয়েশা। তিনি ইনিংস শেষ করলেন ৪৩ রানে। বিসমা ৬৮ রানে অপরাজিত রইলেন। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের স্কোর ১৪৯/৪।

IndW vs PakW, T20 WC: অর্ধশতরানের পার্টনারশিপ

ব্যাট হাতে পাকিস্তান অধিনায়ক দুরন্ত অর্ধশতরান হাঁকালেন। ৪৫ বলে অর্ধশতরান পূরণ করলেন বিসমা মাহরুফ। আয়েশা নাসিমের সঙ্গে পঞ্চম উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপও গড়ে ফেললেন বিসমা। ৪৮ বলে বিসমা ৫৪ রানে ব্যাট করছেন। আয়েশা ২০ বলে ৩৪ রানে ব্যাট করছেন। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১২৬/৪।

T20 Women's WC 2023: রাধার দ্বিতীয় সাফল্য

দ্বিতীয় সাফল্য পেলেন রাধা যাদব। সিদরা আমেনকে ১১ রানে সাজঘরে ফেরালেন রাধা। ১৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭৪/৪।

IndW vs PakW, T20 WC: পরপর সাফল্য

৫০ রানের আগেই তৃতীয় সাফল্য পেল ভারত। নিদা দারকে শূন্য রানে সাজঘরে ফেরালেন পূজা বস্ত্রকর। পর পর ওভারে সাফল্য পেল ভারত। আম্পায়ার প্রথমে আউট না দিলেও, রিভিউয়ের পর নিদাকে আউট দেওয়া হয়।

T20 Women's WC 2023: দ্বিতীয় সাফল্য

পাওয়ার প্লের পর বল করতে এসেই ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন রাধা। মুনিবাকে ১২ রানে সাজঘরে ফেরালেন রাধা যাদব। ৪২ রানে দুই উইকেট হারাল পাকিস্তান।

IndW vs PakW, T20 WC: পাওয়ার প্লে শেষ

ম্যাচের দ্বিতীয় ওভারেই জাভেরিয়া আউট হলেও, পাওয়ার প্লের ছয় ওভারে ৩৯ রান তুলল পাকিস্তান। পাক অধিনায়ক বিসমা মাহরুফ ২১ রানে ব্যাট করছেন। এটাই টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুগ্মভাবে সর্বোচ্চ রান।

T20 Women's WC 2023: সফল পরিকল্পনা

আগের বলেই চার মেরেছিলেন, পরের বলেই আউট হলেন জাভেরিয়া খান। পাঁচ বলে আট রানে আউট হলেন জাভেরিয়া। নিজের প্রথম ওভারের চতুর্থ বলেই সাফল্য পেলেন দীপ্তি শর্মা। হরমনপ্রীত চতুর্থ বলের আগেই স্লিপ থেকে নিজেকে সরিয়ে ফাইন লেগে আনেন। সেখানেই ক্যাচ ধরলেন হরমন। দুই ওভার শেষে পাকিস্তানের স্কোর ১১/১।

IndW vs PakW, T20 WC: ভাল শুরু

রেণুকা সিংহের প্রথম ওভারে মাত্র তিন রান তুলল পাকিস্তান দল। শুরুটা বেশ ভালই করল ভারত।

T20 Women's WC 2023: টস জিতল পাকিস্তান

পাকিস্তান অধিনায়ক বিসমা মাহরুফ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিলেন। স্মৃতি মান্ধানা চোটের কারণে এই ম্যাচে সুযোগ পাচ্ছেন না। তাঁর বদলে একাদশে সুযোগ দেওয়া হল হরলিন দেওলকে। 

প্রেক্ষাপট

কেপ টাউন: আজ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womens T20 World Cup 2023) কেপটাউনে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (India vs Pakistan) শিবির। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ যে টুর্নামেন্টের শুরুতেই আলাদা একটা মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য। 


ভারত-পাকিস্তানের মহিলাদের মুখোমুখি লড়াইয়ে কিন্তু এগিয়ে ভারতীয় দলই। এখনও পর্যন্ত মহিলাদের ক্রিকেটে ভারত মোট ২১ ম্যাচে জিতেছে। পাকিস্তান ৩ ম্যাচে জিতেছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১০টি ম্যাচ জিতেছে ভারত ৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ৪ ম্যাচ জিতেছে ভারত। ২টো ম্যাচ জিতেছে পাকিস্তান। শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ৪ বার জিতেছে ভারত। একবার জিতেছে পাকিস্তান। শেষ ম্যাচটিতে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত এই বছরই অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জিতেছে।


তবে দুর্ভাগ্যবশত ভারতীয় দল এই ম্যাচে তারকা ওপেনার স্মৃতি মান্ধানাকে চোটের কারণে পাচ্ছে না।




 


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.