নয়াদিল্লি: দিনকয়েক আগেই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন ভারত ও পাকিস্তানের (IND vs PAK) বিশ্বকাপ ম্যাচের (CWC 2023) দিনক্ষণ বদলাতে চলেছে। তবে সেই ম্যাচ কবে আয়োজিত হবে সেই নিয়ে তিনি কিছুই বলেননি। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী নির্ধারিত ১৫ অক্টোবরের একদিন আগে ১৪ অক্টোবর দুই পড়শি দেশের দ্বৈরথ আয়োজিত হবে।
বিসিসিআই বা আইসিসির তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের দিন বদলের কথা ঘোষণা করা হয়নি। তবে আজ, ৩১ জুলাই, সোমবারই তা জানিয়ে দেওয়া হতে পারে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। গত সপ্তাহেই বিসিসিআই সচিব জয় শাহ বলেন, জয় শাহ রিপোর্টারদের বলেন, 'তিন সদস্য সূচি বদলের জন্য আইসিসির কাছে অনুরোধ করেছে। শুধুমাত্র দিনক্ষণ বদলাবে, মাঠ কিন্তু বদলাচ্ছে না। দুইটি ম্যাচের আগে পাঁচ-ছয়দিনের ব্যবধান থাকলে, সেটাকে কমিয়ে আমরা চার-পাঁচদিন করার চেষ্টা করছি। আসন্ন তিন, চার দিনের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আইসিসির সঙ্গে কথাবার্তা বলেই সূচি বদল করা হবে।' তিনি আরও যোগ করেন, 'মাত্র কয়েকজন বোর্ড সদস্যই আইসিসির কাছে আবেদন করেছে। শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নিরাপত্তা দেওয়াটা কোনও বিষয় নয়।'
ম্যাচের দিন, ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে নবরাত্রি। গুজরাতে এই সময় ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তারক্ষী আয়োজন করাটা বেশ চাপেরই। সেই কারণেই ভারত-পাক ম্যাচের দিনক্ষণ বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জয় শাহ আগেই জানিয়েছিলেন যে ম্যাচের দিন বদলালেও মাঠ একই থাকবে। তেমনটাই হতে চলেছে বলে খবর।
এই মেগাডুয়েলের দিনক্ষণ বদলালে মহাবিপাকে পড়তে চলেছেন অনেক অনুরাগীই। ইতিমধ্যেই অনেকেই হোটেল বুকিং থেকে বিমানের টিকিট সবই কেটে ফেলেছেন। সেই ক্রিকেটপ্রেমীদের এই ম্যাচের দিন বদলালে তাই চাপে পড়তে হবে। শেষ পর্যন্ত কী হয় না হয়, তা সময়ই বলবে কিন্তু এই নিয়ে যে জল্পনা তুঙ্গে, তা বলাই বাহুল্য। এবার সরকারি ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন সকল ক্রিকেট অনুরাগী। এই হাইপ্রোফাইল ম্যাচের পাশাপাশি জয় শাহের কথা মতো আরও কোনও ম্যাচেরও সময় বদলায় নাকি, সেইদিকেও নজর থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: অল্প চোট নিয়ে আইপিএল খেলা যায়, ভারতের জন্য নয়, কপিলের নিশানায় বুমরা