নয়াদিল্লি: আর মাস কয়েকের অপেক্ষা, তারপরেই ভারতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ICC World Cup 2023)। সেই বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দল (Indian Cricket Team) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের একাদশ বাছাই করছে বলে জানান দলের কোচ রাহুল দ্রাবিড়। তবে বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার চিন্তার বড় কারণ হল দলের একাধিক তারকা ক্রিকেটারের চোট। যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ সকলেই চোটের কারণে আপাতত ক্রিকটের বাইরে রয়েছেন। বিশ্বকাপের আগে তাঁরা আদৌ ফিট হলেন কিনা, সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই।
গত বছকেক অস্ট্রেলিয়া সিরিজের পর থেকেই বুমরা জাতীয় দলের বাইরে রয়েছেন। তিনি জোরকদমে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের ফেরার প্রস্তুতি চালাচ্ছেন। আয়ারল্যান্ড সিরিজেই তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেবন বলে শোনা যাচ্ছে। তবে সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এবার বুমরাকে একহাত নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। তাঁর দাবি বুমরারা অল্প চোট নিয়ে আইপিএলে খেলতে পারলেও, জাতীয় দলে হয়ে আর কেউ খেলননা।
কপিল বলেন, 'বুমরার কী হয়েছে? ও দারুণ আশা নিয়ে তো (মাঠে ফেরার লড়াই) শুরুটা করেছিল। ওর কী হল? যদি ও ফিট হয়ে না উঠতে পারে, তাহলে তো আমরা শুধু শুধু ওর জন্য সময় নষ্ট করলাম। ঋষভ পন্থ দারুণ ক্রিকেটার। ও ফিট থাকলে আমাদের টেস্ট দলটা আরও শক্তিশালী হত। এমনটা নয় যে আমার চোট আঘাত লাগেনি। আজকালকার দিনে খেলোয়াড়রা ১০ মাস ধরে ক্রিকেট খেলে। সেক্ষেত্রে ওদের চাপটা বেশি বটে। তবে ওদের তো নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখত হবে। আইপিএল দারুণ জিনিস, কিন্তু আইপিএল অনেক সময় অভ্যাস খারাপ করে দেয়। আজকাল তো লোকেজন হালকা চোট নিয়েও আইপিএল খেলে, কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে পারে না। ভারতের হয়ে খেলার বদলে ওরা বিশ্রাম নেয়।'
ক্রিকেটারদের নিজেদের খেয়াল রাখার পাশাপাশি বোর্ডকেও এই বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দেন কপিল। পাশাপাশি বোর্ডকে ভেবেচিন্তে ক্রীড়াসূচি নির্ধারণেরও পরামর্শ দেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: দেওধর ট্রফিতে জয় পেল মধ্যাঞ্চল, পশ্চিমাঞ্চল, হার অভিমন্যুদের