সেঞ্চুরিয়ন: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে (T20) ভারতের সেরা পেস বোলারের নাম এখন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামির মত বাঘা পেসারদেরও টেক্কা দিয়ে দেশের জার্সিতে এই ফর্ম্য়াটে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন পাঞ্জাবের তনয়। বুধবার দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেই এই নজির গড়ে ফেললেন বাঁহাতি পেসার। নিজের ৫৯ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্য়াচে ঝুলিতে পুরেছেন তিনি ৯২ উইকেট। সেঞ্চুরিয়নের ম্য়াচে ৩৭ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।


অর্শদীপ এখন একমাত্র যুজবেন্দ্র চাহালের পরেই রয়েছেন। ৮০ ম্যাচে তারকা লেগস্পিনার ঝুলিতে পুরেছেন মোট ৯৬ উইকেট। এরপরই রয়েছেন অর্শদীপ। ম্য়াচের ব্যবধান অনেকটাই কম। তবে আর মাত্র ৪ উইকেট পেলেই এই ফর্ম্যাটে সর্বাধিক উইকেটের মালিক হয়ে যাবেন দেশের জার্সিতে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ৮৭ ম্য়াচে ৯০ উইকেট নিয়েছেন তিনি। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন যশপ্রীত বুমরা। তিনি ৭০ ম্যাচে ৮৯ উইকেট ঝুলিতে পুরেছিলেন। অর্থাৎ তারকা পেসারদের টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছেন অর্শদীপ। 


 






এদিকে, বুধবার ভারতের জয়ের নায়ক তিলক ভার্মা ম্য়াচ শেষে সাংবাদিক বৈঠকে এসে বলেন, ''আইপিএলে শেষ ম্যাচের সময় আমি একটু চোট পেয়েছিলাম। হাড় ভেঙেছিল। এরপর অনুশীলনে ফের চোট পাই। যার দরুন জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গিয়েছিলাম। সে সময় ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু ধীরে ধীরে নিজের মনকে বুঝিয়েছিলাম যে আমার সময়ও আসবে। শুধু প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাইছিলাম। রিহ্যাবে সময় দিয়েছিলাম প্রচুর।'' দক্ষিণ আফ্রিকা সফরেও প্রথম দুটো ম্য়াচে রান আসেনি। তব তৃতীয় ম্য়াচে তাঁর  ৫৬ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংসই দুশোর গণ্ডি পেরিয়ে যেতে ভারতকে সাহায্য করে। সিরিজ ধরে রাখার জন্য় এই ম্য়াচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতের কাছে। যাতে সাহায্য করেন তিলক। তরুণ ব্যাটার বলেন, ''আগের দুটো ম্য়াচে রান পাইনি। কিন্তু অধিনায়ক আমাকে সবসময় সমর্থন জুগিয়ে চলেছেন। নিজের ওপরও বিশ্বাস ছিল যে আমি পারব।''