পারথ: আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ। কিন্তু বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) শুরুতেই অজি শিবিরে ধাক্কা। দলের গুরুত্বপূর্ণ সদস্যকে পাওয়া যাবে না প্রথম ম্য়াচেই। এমনিতেই ধারাষ্যকার হিসেবে সিরিজে দায়িত্ব সামলাতে দেখা যাবে রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গারকে। কিন্তু দুজনেই আইপিএলের মেগা নিলামে থাকবেন। তার জন্য পারথ টেস্টের কমেন্ট্রি প্যানেলে কেউই থাকবেন না। তবে শুধু তাঁরাই নন। সেই ম্য়াচে দেখা যাবে না আরও এক গুরুত্বপূর্ণ সদস্যকে। 


আগামী ২৪ ও ২৫ নভেম্বরে সৌদি আরবে বসতে চলেছে আসন্ন আইপিএলের আগে মেগা নিলামের আসর। আর পারথ টেস্ট আয়োজিত হতে চলেছে আগামী ২২ নভেম্বর থেকে। এই পরিস্থিতিতে আইপিএলের সঙ্গে যুক্ত থাকায় অস্ট্রেলিয়া কোচিং ইউনিটের সদস্য ড্যানিয়েল ভেট্টোরিকেও পাওয়া যাবে না পারথে। উল্লেখ্য, বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংকে নতুন মরশুমের আগে পাঞ্জাব কিংস কোচ নিয়োগ করেছে। অন্য়দিকে লখনউ সুপারজায়ান্টসের হেডকোচ জাস্টিন ল্যাঙ্গার। অন্য়দিকে সানরাইজার্স হায়দরাবাদের হেডকোচের দায়িত্ব সামলাচ্ছেন ড্যানিয়েল ভেট্টোরি। তাই প্রথম দুজনের সঙ্গে প্রাক্তন কিউয়ি তারকাও নিলামে অংশগ্রহণ করায় পারথে উপস্থিত থাকতে পারছেন না। 


এদিকে, বুধবার, ১৪ নভেম্বর থেকে টিম ইন্ডিয়া পারথে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারের ভারতীয় দলে হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডির মতো বেশ কিছু নবাগত তারকারাও রয়েছেন। সিরিজ় শুরুর আগে সেই তরুণদের উদ্দেশেই বিশেষ বার্তা দেন কোচ গৌতম গম্ভীর, বিরাট কোহলিরা। বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে এমনটাই জানিয়েছেন নায়ার।


তিনি বলেন, 'এখানে এসে সাফল্য পাওয়াটা ভারতীয় ক্রিকেটারদের জন্য কঠিনতম চ্যালেঞ্জ। যতদূর মনে পড়ছে গৌতি ভাই (গৌতম গম্ভীর) এখানে অনুশীলন শুরুর আগে সকলের সঙ্গে কথা বলেন। বুমরা, বিরাট, অ্যাশের (অশ্বিন) মতো কিছু সিনিয়র ক্রিকেটাররাও সকলের সঙ্গে কথাবার্তা বলে। কীভাবে তাঁরা যখন তরুণ ছিলেন তখন এখানে সফরে এসেছিল। কীভাবে এই সিরিজ় শেষে তারা উন্নত ক্রিকেটার হিসাবে দেশে ফেরে। এইসব না না বিষয়ে কথা বলে। দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে যারা মাঠের নামার জন্য অধীর আগ্রহে রয়েছে। যারা এই সিরিজ় শেষে নিজেদের নাম হবে বলে আশায় রয়েছে।'


আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট, রোহিতের ব্য়াটিং পরামর্শদাতা হবেন সচিন তেন্ডুলকর?