India vs South Africa Live: ডারবানে স্পিনারদের দাপটে ৬১ রানে জয়, চার ম্যাচের সিরিজ়ে এগিয়ে গেল ভারত
RSA vs IND T20 Live Score: রামধনুর দেশে শেষবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ় ১-১ ড্র হয়েছিল।
১৮ ওভার শেষ হওয়ার আগেই ১৪১ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৬১ রানে জয় পেল ভারত।
ডাইরেক্ট হিটে ছন্দে থাকা জেরাল্ড কোয়েৎজাকে ফেরালেন সূর্যকুমার যাদব। নবম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
বিষ্ণোইয়ের আগের বলেই ক্যাচ ফেলেছিলেন হার্দিক পাণ্ড্য। তবে ঠিক পরের বলেই মার্কো জানসেনের ক্যাচ ধরে ১২ রানে তাঁকে সাজঘরে ফেরালেন হার্দিক। ১৫ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ১১৪/৮।
ভারতের স্পিনারদের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারকে ফেরালেন বরুণ। ক্রুগার ও সিমেলানেকে ১ ওভারে তুলে নিয়ে জোরাল ধাক্কা বিষ্ণোইয়ের। ১৩ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯৩/৭।
রায়ান রিকেলটন ও ক্লাসেনকে ফেরালেন বরুণ চক্রবর্তী। ১১.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৬/৪।
নিজের দ্বিতীয় ওভারে সাফল্য পেলেন আবেশ খান। বড় শট মারতে গিয়ে ১১ রানে সাজঘরে ফিরলেন স্টাবস। ৩০ রানে দ্বিতীয় সাফল্য পেল ভারত।
৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৮/১। রিকেলটন ১০ ও স্টাবস নয় রানে ব্যাট করছেন।
ইনিংসের প্রথম ওভারেই পরপর দুই বলে চার খেয়েছিলেন। কিন্তু তারপরেই দুরন্ত বলে প্রোটিয়া অধিনায়ক এডেন মারক্রামকে আট রানেই আউট করেন অর্শদীপ। ইনিংসের প্রথম ওভার শেষে স্কোর ১০/১।
ইনিংসের শেষ পাঁচ ওভারে দুরন্তভাবে ম্যাচে ফিরল প্রোটিয়া শিবির। মাত্র ৩৫ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নিল দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২০২ রান তুলল ভারত।
পরপর দুই ওভারে দুই উইকেট হারাল ভারতীয় দল। ৩৩ রানে তিলক বর্মা আউট হওয়ার পরের ওভারেই ১০৭ রানে ফিরলেন স্যামসন। দুই সেট ব্যাটার আউট হওয়ায় রানের গতিটাও খানিক কমেছিল। ঠিক তার পরের ওভারেই বড় শট মারতে গিয়ে দুই রানে আউট হলেন হার্দিক পাণ্ড্যও। ১৮১ রানে পঞ্চম উইকেট হারাল ভারত।
প্রথম ভারতীয় হিসাবে নাগাড়ে দ্বিতীয় টি-২০ সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন স্যামসন। মাত্র ৪৭ বলে স্যামসনের সেঞ্চুরি আন্তর্জাতিকে কোনও ভারতীয়র দ্রুততম টি-২০ সেঞ্চুরিও বটে। সূর্যকুমারের রেকর্ড ভাঙলেন স্যামসন ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১৬৭/৩।
প্যাট্রিক ক্রুগারের ১১ বলের দীর্ঘ ওভারের শেষ বলে মন্থর গতির বল বুঝতে না পেরে ২১ রানে আউট হন সূর্যকুমার। তবে তা সত্ত্বেও ১১ ওভারেই শতরানের গণ্ডি পার করল ভারত। ১১ ওভার শেষে ভারতের স্কোর ১১১/২।
দুরন্ত ফর্মে স্যামসন পরপর দুই ছক্কা হাঁকিয়ে ২৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন সঞ্জু স্যামসন। ৫০ রানের পার্টনারশিপও পূরণ হল। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৭৫/১।
পাওয়ার প্লের শেষ ওভারে এক উইকেট হারিয়ে ৫০ রানের গণ্ডি পার করল ভারত। ছয় ওভার শেষে ভারতের স্কোর ৫৬/১। স্যামসন ৩৫ ও সূর্যকুমার ১৪ রানে অপরাজিত।
জেরাল্ড কোয়েৎজার বলে বড় শট মারতে গিয়েই বিপত্তি। ব্যাটে, বলে ঠিকঠাক সংযোগ না হওয়ায় সাত রানেই সাজঘরে ফিরলেন অভিষেক শর্মা। ২৪ রানে প্রথম উইকেট হারাল ভারত। তবে নেমেই সূর্য চার,ছক্কা হাঁকিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। ভারতের স্কোর ৩৪/১।
প্রথম ওভারে মাত্র দুই রান উঠেছিল। কিন্তু তারপরেই আক্রমণ শুরু করলেন ভারতীয় ওপেনাররা। দ্বিতীয় ওভারে উঠল ১০, তৃতীয়তে ১২। ৩ ওভার শেষে ভারতের স্কোর ২৪। স্যামসন ১৭ ও অভিষেক শর্মা সাত রানে ব্যাট করছেন।
ভারতের জাতীয় সঙ্গীতের সময় আচমকা স্টেডিয়ামের মিউজিক সিস্টেম বন্ধ হয়ে গেল।অনেকেই হতবাক হয়ে ভাবছিলেন, নির্ধারিত সময়ের আগে কি ভুল করে জাতীয় সঙ্গীত বাজিয়ে দেওয়া হয়েছিল? কিন্তু তারপর ফের মিউজিক সিস্টেমে ভারতের জাতীয় সঙ্গীত শুরু হয়। গাইতে শুরু করেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যরা। কিন্তু এরপর ফের স্টেডিয়ামের মিউজ়িক সিস্টেম বন্ধ হয়ে যায়। কিছুটা বিরক্ত ভারতীয় ক্রিকেটারেরা তখন খালি গলাতেই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন। গান শেষও করেন। তবে এরপর ফের প্রথম থেকে গানটি বাজতে শুরু করে স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে। ফের তাঁরা গলা মেলাতে শুরু করেন। এবার গান চলাকালীন দু-একবার সামান্য শব্দের সমস্যা হলেও তা শেষ হয়।
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এডেন মারক্রাম। তিনি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন।
মাত্র তিন বছরেই ভারতের হয়ে বিশ ওভারের ক্রিকেটে ৫৬ ম্যাচে ৮৭টি উইকেট নিয়ে ফেলেছেন অর্শদীপ। হার্দিক পাণ্ড্যর দখলেও রয়েছে ৮৭টি উইকেট। এই দুই তারকাই ভারতীয় হিসাবে যুজবেন্দ্র চাহালের সর্বোচ্চ ৯৬টি টি-২০ উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে দিতে পারেন এই সিরিজ়েই।
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সামনে জোড়া রেকর্ডের হাতছানি। তিনি আর মাত্র ১০৭ রান করলেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজ়ের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন। আবার ছয়টি ছক্কা মারলেই দ্রুততম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৫০টি ছক্কা মেরে ফেলবেন তিনি।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতীয় একাদশের মাত্র চারজন ক্রিকেটার এই সিরিজ়ে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামবে। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা দলেও কাগিসো রাবাডা, কুইন্টন ডি ককরা নেই। তাই সেই অর্থে খেতাবি লড়াইয়ের ম্যাচের সঙ্গে এই সিরিজ়ের দলগুলির খুব বেশি মিল নেই।
ঘটনাক্রমে প্রায় বছর খানেক আগেও রামধনুর দেশে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন সূর্যকুমার যাদব। তবে সেই সময় অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন তিনি। এবার পাকাপাকিভাবে দায়িত্ব নিয়েছেন সূর্য। সেবার ১-১ সিরিজ় ড্র হয়েছিল। এবার জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া।
প্রেক্ষাপট
ডারবান: মাস কয়েক আগেই বার্বাডোজ়ে মুখোমুখি হয়েছিল দুই যুযুধান প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। সেইবার প্রোটিয়া শিবিরকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। সেই হারের ক্ষত নিশ্চয়ই প্রোটিয়া শিবিরে এখনও দগদগে। ভারতকে তাই ঘরের মাঠে হারিয়ে বদলা নেওয়ার লক্ষ্যে মাঠে নামবেন এইডেন মারক্রামরা।
তবে তারপর থেকে কিন্তু অনেককিছুই বদলেছে। সেই ম্যাচে ভারতীয় একাদশের মাত্র চারজন ক্রিকেটার ক্রিকেটার এই সিরিজ়ে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামবে। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা দলেও কাগিসো রাবাডা, কুইন্টন ডি ককরা নেই। তাই সেই অর্থে খুব বেশি মিল নেই। তবে ঠিক ১৫ মাস পরেই আবার একবার বিশের বিশ্বকাপ আয়োজিত হবে। সেই মহারণের উদ্দেশে ইতিমধ্যেই সবদল একটু একটু করে ঘর গুছোতে শুরু করে দিয়ে দিয়েছে। সেই দিকে তাকিয়ে এই সিরিজ় তরুণদের, নতুনদের পরখ করে নেওয়ার সুযোগ।
এই সিরিজ়ে নামার আগে দুই দলের কারুরই গত সিরিজ় খুব একটা ভাল কাটেনি। একদিকে যেখানে ভারতীয় দল নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হেরেছে। সেখানে দক্ষিণ আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজ় হোয়াইটওয়াশ করেছে। এমনকী আয়ার্ল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ় ড্র করেছে প্রোটিয়া বাহিনী। তাই দুই দলের কাছেই এই সিরিজ় জয়ের পথে ফেরার হাতছানি।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুই দলের হয়েই অভিষেক ঘটতে পারে। একদিকে ভারতীয় দলে প্রথমবার সুযোগ পাওয়া রমনদীপ সিংহের যেমন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনই অ্যান্ডিলে সিমেলানেও দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক ঘটাতে পারেন। তাই তরুণদের দিকে বিশেষ নজর থাকবে।
ঘটনাক্রমে প্রায় বছরখানেক আগেই রামধনুর দেশে আরেকটি বিশ ওভারের সিরিজ়ে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। সেক্ষেত্রেও দলের নেতৃত্বে ছিলেন সূর্যকুমার যাদবই। তবে সেসময় তিনি দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন। এখন পাকাপাকিভাবে তাঁর হাতে বিশ ওভারের দলের অধিনায়কত্ব উঠেছে। সেক্ষেত্রে ১-১ ড্র হয়েছিল তিন ম্যাচের সিরিজ়। এবার কি জয় পাবে ভারত? সেটাও দেখার বিষয়। তরুণ দলকে অধিনায়ক সূ্র্যকুমার কেমনভাবে নেতৃত্ব দেন, সেটাও দেখার বিষয় হতে চলেছে। তাই বিশেষ আগ্রহ নিয়ে দর্শকরা এই সিরিজ়ে নজর রাখবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -