মুল্লাপুর: তাঁরা দুজনই বিশ্বকাপজয়ী তারকা । একজন ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতের ওয়ান ডে বিশ্বকাপ জয়ের নায়ক । তিনিই ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন । ২০০৭ সালে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়েরও অন্যতম কারিগর । অন্যজনের নেতৃত্বে সদ্য মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে ভারত ।

Continues below advertisement

সেই যুবরাজ সিংহ (Yuvraj Singh) ও হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) দারুণ সম্মান জানানো হল । দুই তারকার নামে মুল্লাপুরের মহারাজা যাদবেন্দ্র সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের (Maharaja Yadavindra Singh International Cricket Stadium in Mullanpur) দুটি স্ট্যান্ডের নামকরণ করা হল বৃহস্পতিবার । ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে দুটি স্ট্যান্ডের নামকরণ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Punjab Chief Minister Bhagwant Mann) । হাজির ছিলেন যুবরাজ ও হরমনপ্রীত । দুই তারকাকে সংবর্ধনাও দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী । 

ম্যাচে মাঠে ছিলেন হরমনপ্রীতের বিশ্বকাপজয়ী দলের দুই সতীর্থ হার্লিন দেওল (Harleen Deol) ও আমনজ্যোৎ কৌর (Amanjot Kaur), দলের ফিল্ডিং কোচ মুনিশ বালি । ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট মিঠুন মানহাসও (BCCI president Mithun Manhas) । স্ট্যান্ড উদ্বোধনের পর বিশ্বকাপজয়ী হরমনপ্রীত, হার্লিন ও আমনজ্যোৎকে ১১ লক্ষ টাকা করে দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী । ফিল্ডিং কোচ মুনিশ বালি ৫ লক্ষ টাকা পান ।

Continues below advertisement

এই মাঠে আইপিএলের ম্যাচ হয়েছে । প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের ঘরের মাঠ মুল্লাপুরই । এই মাঠে মহিলাদের আন্তর্জাতিক ম্যাচও হয়েছে । তবে পুরুষদের ক্রিকেটে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ এই মাঠে ।

 

স্ট্যান্ড উদ্বোধনের পর যুবরাজ গিয়ে দেখা করেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও । দুজনকে খোশগল্প করতে দেখা যায় । দীর্ঘদিন জাতীয় দলে একসঙ্গে খেলেছেন দুজনে । টি-২০ বিশ্বকাপ ও ওয়ান ডে বিশ্বকাপজয়ী দলের সদস্য দুজনই । গম্ভীরের ডাকে ম্যাচ শুরু হওয়ার আগে ভারতের টিম হাডলেও যোগ দেন যুবি । ভারতীয় দলকে পেপ টক দেন তিনি ।