গুয়াহাটি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা। প্রথম টেস্টে পাওয়া ঘাড়ের চোটের কারণে গুয়াহাটি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় অধিনায়ক। এই টেস্টের আগে প্রোটিয়া শিবিরও কিন্তু ধাক্কা খেল। দলের প্রিমিয়াম ফাস্ট বোলার কাগিসো রাবাডা (Kagiso Rabada) দ্বিতীয় টেস্টেও মাঠে নামতে পারবেন না।

Continues below advertisement

সিরিজ়ের প্রথম টেস্টের আগে পাঁজরে চোট পেয়েছিলেন রাবাডা। সেই কারণে ইডেনে খেলতে নামত পারেননি তিনি। সেই চোট সম্পূর্ণভাবে না সারায় দ্বিতীয় টেস্টেও তাঁর খেলা হচ্ছে না। প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা তারকা ফাস্ট বোলারের বিষয়ে আপডেট দিতে গিয়ে জানান, 'কাগিসো দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছে।' গুয়াহাটির উইকেটের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাভুমা এও জানান যে তাঁরা ম্য়াচের দিন সকালে আরেকবার উইকেট দেখে তারপরেই রাবাডার বিকল্প জানাবেন।

'এই পিচটা অনেকটা ফ্রেশ বলে মনে হচ্ছে এবং কলকাতার পিচের তুলনায় এটা বেশি ধারাবাহিক হবে বলেই মনে হচ্ছে।  আমরা সকালে আরেকবার দেখেশুনে রাবাডার বিকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেব। এই পিচটা একেবার তথাকথিত ভারতীয় উপমহাদেশের পিচগুলির মতোই মনে হচ্ছে। প্রথম দুই দিন এখানে ব্যাটাররা দাপট দেখাতে পারবেন, তারপরে স্পিনাররা ম্যাচে প্রভাব ফেলতে শুরু করবে।' বলেন প্রোটিয়া অধিনায়ক।

Continues below advertisement

ভারতের নবতম টেস্ট ভেন্যু হতে চলেছে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। এই প্রথমবার এখানে টেস্ট আয়োজিত হতে চলেছে। গুয়াহাটিতে প্রথমবার লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কিন্তু টেস্টের চিরাচরিত প্রথা ভাঙতে চলেছে।

আজ অবধি টেস্ট ক্রিকেটে ম্যাচের আগে সর্বপ্রথম টস হয়। তারপর দিনের খেলা শুরু হওয়ার পর লাঞ্চ, তারপর দ্বিতীয় সেশন, চা পানের বিরতি এবং শেষ সেশন। তবে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে সেই নিয়মভঙ্গ হতে চলেছে। তবে এই ম্য়াচে লাঞ্চ নয়, আগে চা পানের বিরতি হবে। তারপরে হবে লাঞ্চ। 

কেন এমন সিদ্ধান্ত? এর পিছনে রয়েছে উত্তর-পূর্ব ভারতের সূর্যাস্তের সময়। বাকি দেশের তুলনায় অসমের মতো উত্তর-পূর্ব ভারতের রাজ্যে আগেই সূর্যাস্ত হয়, সেই কারণেই এই বদল। এক বিসিসিআই আধিকারিক এই বিষয়ে জানান, 'আগেভাগে চা পানের বিরতি নেওয়ার কারণ হল গুয়াহাটিতে আগেই সূর্যাস্ত হয় এবং সেই কারণেই ম্যাচ আগেই শুরুও হবে। এই প্রথম আমরা চা পানের বিরতির সময় বদলের সিদ্ধান্ত নিয়েছি যার ফলে সময় বাঁচবে এবং ওভার শেষ করার জন্য মাঠে বেশি সময়ও পাওয়া যাবে।' 

চিরাচরিত প্রথা মেনে ভারতেও কিন্তু আগেই লাঞ্চ নেওয়া হয়। সাধারণত ভারতে সকাল ৯.৩০টা থেকে টেস্ট ম্যাচ শুরু হয়। তারপর ১১.৩০ টায় লাঞ্চ, ১২.১০-এ শুরু হয় দ্বিতীয় সেশন। দুপুর ২.১০-এ চা পানের বিরতি নেওয়া হয়। তারপর ২.৩০টা থেকে ৪.৩০টা পর্যন্ত চলে দিনের শেষ সেশন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ইডেন টেস্টের আধ ঘণ্টা আগে, সকাল ৯টা থেকে শুরু হবে। ১১টা থেকে ১১.২০ পর্যন্ত হবে চা পানের বিরতি। ১.২০ পর্যন্ত চলবে দ্বিতীয় সেশন, যার পরে হবে ৪০ মিনিটের লাঞ্চ বিরতি। দুপুর ২টো থেকে সর্বশেষ সেশন শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।