কলকাতা: দুই যুযুধান প্রতিপক্ষ, দুই দলেই রয়েছে তাবড় তাবড় ক্রিকেটার। কলকাতা আশা করেছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) এক টানটান ম্যাচের সাক্ষী থাকবে। টানটান লড়াই হল বটে, তবে পাঁচদিনের ম্যাচ মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল। এরপরেই ইডেন গার্ডেন্সের (Eden Gardens) পিচ নিয়ে কাঁটাছেড়া শুরু হয়েছে। একাধিক ব্যক্তির একাধিক মত সামনে আসছে।

Continues below advertisement

দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হেরে গৌতম গম্ভীর ইডেন পিচ নিয়ে কথা বলতে গিয়ে জানান, 'উইকেটে কোনও জুজু ছিল না। উইকেট এমন ছিল না যেখানে ব্যাটিং করা যায় না। তেম্বা বাভুমা, অক্ষর পটেল, ওয়াশিরা (ওয়াশিংটন সুন্দর) রান করেছে। আমরা পিচ নিয়ে এত কথা বলছি, ঘূর্ণি উইকেট নিয়ে আলোচনা হচ্ছে, পেসাররা কতগুলো উইকেট পেয়েছে দেখেছেন? বেশিরভাগ উইকেট তো জোরে বোলাররাই পেয়েছে। বলা হচ্ছে স্পিন বোলারদের সাহায্য় করেছে উইকেট। কিন্তু ৪০ উইকেটের মধ্যে পেসাররাই পেয়েছে বেশি উইকেট। তাই পিচ স্পিনার বা পেসার, যাদেরই সাহায্য় করে থাকুক, আমি মনে করি না খুব একটা কঠিন উইকেট ছিল। এটা এমন একটা উইকেট যেখানে টেকনিক পরীক্ষার মুখে পড়বে। মানসিক দৃঢ়তার পরীক্ষা হবে। আর তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার ধৈর্য।'  

এদিন ১২৪ রান তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ৩০ রানে ম্যাচে পরাজিত হয় গৌতম গম্ভীরের দল। তবে ভারতীয় কোচ যতই দাবি করুন যে পিচে কোনও জুজু ছিল না, প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইন (Dale Steyn) কিন্তু সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন। স্টেইনকে বলতে শোনা যায়, ' ও (গম্ভীর) বলল পিচে কোনও জুজু ছিল না? আমি তো প্রচুর জুজু দেখলাম। অনিলও তো বলছিল কিছু কিছু বল ব্যাটারের দুই ফুট পাস দিয়ে চলে যাচ্ছে এবং কিপারের কাঁধ লাগছে। আবার পরের বলই স্কিড করে, খানিকটা নীচু থাকছে এবং ব্যাটার আউট হয়ে যাচ্ছে। এটা বেশ কঠিন।'

Continues below advertisement

তিনি আরও যোগ করেন, 'এই পিচে তাই ব্যাট করাটা বেশ কঠিই ছিল। ব্যাটারদের যখন রান করার সুযোগ না থাকে, তাহলে সেইক্ষেত্রে ডিফেন্সই ভরসা। তবে এর অর্থই তো হল এখানে ব্যাটিং করাটা কঠিন।' তবে ভারতীয় প্রাক্তনী আর অশ্বিন (R Ashwin) কিন্তু এই পিচকে টার্নার আখ্যা দিতে নারাজ। 'কেউ যদি এই ইডেনের পিচকে টার্নার বলে, তাহলে আমি তাদের সঙ্গে একেবারেই সহমত হতে পারব না। পিচটা একেবার ঠিক ঠাকই প্রস্তুত করা হচ্ছিল তবে সেটা শেষমেশ একেবারে বিশ্রী পিচে পরিণত হয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই পিচটা ভয়ঙ্কর ছিল। আমি বলব একটা ঘূর্ণি পিচ দেওয়া হক। তবে সেটাও কয়েকটা পিচেই হয়। ইডেনে একেবারে ঘূর্ণি পিচ সম্ভব নয়। যদি জোর করে ঘূর্ণি পিচ করার চেষ্টা করা হয়, তাহলে তার পরিণতি এমনই হয়।' মত অশ্বিনের।