কলকাতা: তিনিই ইডেন ম্য়াচের নায়ক। ভারতকে ভারতের মাটিতে টেস্ট খেলতে এসে আড়াই দিনে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। যে স্পিন দিয়ে আক্রমণের ছক কষেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir), সেই স্পিনের জালেই প্রতিপক্ষকে ফাঁদে ফেলে হারিয়েছে প্রোটিয়া শিবির। আর দক্ষিণ আফ্রিকার এই জয়ে সবার আগে যার নাম আসবে, তিনি সিমন হার্মার (Simon Harmer)। ডানহাতি এই স্পিনার গোটা ম্য়াচে দুই ইনিংস মিলিয়ে তুলে ফেলেছেন আট উইকেট। ম্য়াচের সেরাও তিনি। একই সঙ্গে নতুন এক মাইলস্টোনও গড়ে ফেললেন।
দক্ষিণ আফ্রিকার স্পিনারদর মধ্যে ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে সফল স্পিনারের নাম এখন সিমন হার্মার। এতদিন এই তালিকায় সবার আগে ছিলেন পল অ্য়াডামস ও ইমরান তাহির। ভারতের মাটিতে লাল বলের ফর্ম্য়াটে মোট ১৪ উইকেটের মালিক ছিলেন পল ও ইমরান। তাঁদের টেক্কা দিয়ে দিলেন হার্মার। হার্মারের ঝুলিতে এখন ১৮ উইকেট মোট।
ভারতের মাটিতে এটি ছিল হার্মারের তৃতীয় টেস্ট। ইডেনে ভারতের প্রথম ইনিংসে প্রোটিয়া স্পিনারের শিকার ছিলেন ওয়াশিংটন, জাডেজা, জুড়েল ও অক্ষর। ভারতের দ্বিতীয় ইনিংসে হার্মারের শিকার ছিলেন জুড়েল, পন্থ, জাডেজা ও কুলদীপ। এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা যখন ভারত সফৎে এসেছিল, তখন নাগপুর ও মোহালিতে দুটো টেস্ট খেলেছিলেন হার্মার। সেই সময় মোট ১০ উইকে নিয়েছিলেন দু ম্যাচে।
উল্লেখ্য, ইডেনের পিচ নিয়ে কী রিপোর্ট জমা পড়ে আইসিসি-র কাছে, তা নিয়ে চর্চা চলছে। আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন প্রকাশ্যে সেরকম কিছু বললেন তা। শুধু বললেন, 'উইকেটটা একটু শুকনো লাগছিল।' তবে তিনি ও আম্পায়াররা মিলে কী রিপোর্ট তৈরি করেন, কৌতূহল থাকবে। অবশ্য পিচ নিয়ে দায় নিতে নারাজ সিএবি। বলা হচ্ছে, ভারতীয় দল থেকে যেরকম পিচ চাওয়া হয়েছে, সেটাই দেওয়া হয়েছে কেবল। এমনকী, ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে নিজের কাজও ঠিকমতো করতে দেওয়া হয়নি, বরং বোর্ডের দুই কিউরেটর আশিস ভৌমিক ও তাপস চট্টোপাধ্যায় তত্ত্বাবধান করেছেন, সেটাও হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে।
সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তিনতলার প্রেসিডেন্ট বক্সে বসে তৃতীয় দিনের খেলা দেখছিলেন। ম্যাচ শেষ হতেই বললেন, 'মাথা খারাপ নাকি এরকম উইকেট দেব!' ভারতীয় দলের দাবি মেনেই যে বাইশ গজ তৈরি হয়েছে, ঘনিষ্ঠ মহলে বলেছেন সৌরভ।