সন্দীপ সরকার, কলকাতা: যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) তখন বল হাতে ইডেন গার্ডেন্সে আগুন ছোটাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা ইনিংসের ত্রয়োদশ ওভারে বল করতে এসে প্রথম বলেই ফিরিয়ে দিয়েছেন এইডেন মারক্রামকে। বুমরার বাড়তি বাউন্সের ছোবল সামলাতে না পেরে কট বিহাইন্ড মারক্রাম।
সেই ওভারেরই ষষ্ঠ তথা শেষ বলের একটি ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে। বিতর্কের কেন্দ্রে ভারতীয় দলের দুই তারকা - যশপ্রীত বুমরা ও ঋষভ পন্থ।
ঠিক কী হয়েছে?
বুমরা ত্রয়োদশ ওভারের শেষ বলটি করতেই তা আছড়ে পড়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার প্যাডে। তেম্বা তখন সবে ক্রিজে নেমেছেন। কোনও রান করেননি। এবং বুমরার বলে প্রবল অস্বস্তিতে দেখাচ্ছে তাঁকে। ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতির বলটি বাভুমার পিছনের পায়ের প্যাডে লাগতেই এলবিডব্লিউয়ের জোরাল আবেদন করেন বুমরা, পন্থ সহ ভারতের ক্রিকেটারেরা। তবে আম্পায়ার সেই আবেদন খারিজ করে দেন। বেঁচে যান বাভুমা।
যদিও বুমরা-পন্থরা আলোচনা শুরু করেন, আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিআরএস নেওয়া হবে কি না তা নিয়ে। শেষ পর্যন্ত রিভিউ নেয়নি ভারত। বুমরাকে পন্থ বলেন যে, বলটি স্টাম্পের ওপর দিয়ে যেত। পরে টিভি রিপ্লেতেও দেখা যায় যে, বলটি লেগস্টাম্পের ওপর দিয়ে যাচ্ছে।
তার ২ ওভার পরেই কুলদীপ যাদবের বলে ফিরে যান বাভুমা। মাত্র ৩ রান করে। কিন্তু বিতর্ক শুরু হয় বুমরার সেই ওভারের ঘটনাকে ঘিরেই। কারণ, স্টাম্প মাইক্রোফোনে বুমরা ও পন্থের কথোপকথনটি শোনা যায়। এমনিতে কোনও ব্যাটারের থাইয়ে বল লাগা মানে সেটি স্টাম্পের ওপর দিয়ে বেরিয়ে যাবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু বাভুমার উচ্চতা কম হওয়ায় বলটি স্টাম্পে লাগতেও পারত, মত বুমরার। পন্থের উদ্দেশে বুবুমরাকে বলতে শোনা যায়, 'বওনা ভি তো হ্যায় ইয়ে।' যার বাংলা করলে দাঁড়ায়, 'এ তো বেঁটেও।' পন্থ বলেন, 'বেঁটে, কিন্তু বলটা লেগেছে পায়ের অনেক ওপরে।'
সেই কথোপকথন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলতে থাকেন, কৃষ্ণাঙ্গ ক্রিকেটার বাভুমার স্বল্প উচ্চতার জন্য তাঁকে বামন বলেছেন ভারতীয় ক্রিকেটারেরা। যেন সেই মাঙ্কিগেট কাণ্ড। অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে হরভজন সিংহের মাঠে কথা কাটাকাটির পরে সাইমন্ডস অভিযোগ করেছিলেন যে, তাঁকে 'মাঙ্কি' বলা হয়েছে। যা নিয়ে বিতর্কে তোলপাড় হয়েছিল গোটা ক্রিকেটবিশ্ব। ম্যাচ রেফারির কাছে হাজিরা দিতে হয়েছিল ভাজ্জি, সচিনদের। তবে ইডেনের ঘটনায় অনেকে আবার বুমরা-পন্থের পাশে দাঁড়িয়ে বলেন, বাভুমাকে অপমান করার কোনও মানসিকতা থেকে কথাগুলো বলেননি তাঁরা।
প্রথম দিনের খেলার শেষে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনিও গুরুত্ব দেননি। বলেন, 'আমি এই শুনছি। আমাদের মধ্যে এ নিয়ে কোনও আলোচনা হয়নি। এটা কোনও ব্যাপার নয়।'