কলকাতা: এই ইডেনেই তাঁকে 'বামন' বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল। সেই ইডেনেই পাল্টা খোঁচা দিয়ে বাভুমা বুঝিয়ে দিলেন তিনি পালিয়ে যাওয়ার বান্দা নন। ভারতীয় ক্রিকেট দলকে তাঁদেরই ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লজ্জার হারের মুখে ফেললেন তেম্বা। দ্বিতীয় ইনিংসে হাঁকালেন লড়াকু অর্ধশতরান। প্রথম টেস্টে ৩০ রানে হারতে হল ভারতকে। যার পেছনে অনেকটা রয়েছে তেম্বার দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান। ৫৫ রান করেছিলেন তেম্বা। ম্য়াচের পর ভারতীয়দের পাল্টা খোঁচা দিলেন প্রোটিয়া অধিনায়ক।

Continues below advertisement

ইডেন জয় তেম্বার টেস্ট কেরিয়ারে অধিনায়ক হিসেবে ১০ নম্বর জয়। এখনও পর্যন্ত ১১টি টেস্টে নেতৃত্ব দিয়ে একটি টেস্ট ড্র করেছেন তিনি। এছাড়া অধিনায়ক হিসেবে ১০ টেস্টেই জয় ছিনিয়ে নিয়েছেন। সাংবাদিক বৈঠকে এসে তেম্বা বলেন, ''ভারতে এসে ভালো কিছু করার ইচ্ছা ছিল ৷ উপমহাদেশের আবহে বিশেষ করে ভারতের আবহাওয়া ও পরিবেশে আমার রেকর্ড খুব একটা ভালো নয়৷ তাই এখানে শেখার চেষ্টা করেছি৷ সেই শিক্ষা কাজে লাগিয়ে দলে অবদান রাখার চেষ্টা করছি ৷ দ্বিতীয় ইনিংসে সামান্য ব্যাটিং স্টান্সে বদল আমার কাজে এসেছে ৷''

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে শেষবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিলেন হ্যান্সি ক্রোনিয়ে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট জিততে পারলে বা ড্র করতে পারলে ক্রোনিয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন বাভুমা। দ্বিতীয় প্রোটিয়া অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজ জয়ের নজির গড়বেন তিনি। ইডেন ম্য়াচ আড়াই দিনে শেষ হওয়া নিয়ে বাভুমা বলেন, ''এমন ম্য়াচের অংশ যে কেউ হতে চাইবে। দুর্দান্ত একটা ম্য়াচ হল। চতুর্থ ইনিংসে আমাদের পক্ষেও রান করা কঠিন হয়ে পড়ল। বেশ চ্যালেঞ্জিং হত। আমরা জানি। আমরা ভাল খেলেছি। ভাগ্যও কোথাও সঙ্গ দিয়েছে। তাই ম্য়াচ জিততে পেরেছি আমরা।''

Continues below advertisement

বাভুমাকে জড়িয়ে ধরে মাঠ ছাড়লেন বুমরা

ইডেন টেস্টে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমাকে 'বামন' বলে সম্বোধন করে খোঁচা দিয়েছিলেন। কিন্তু ম্য়াচ শেষ সেই বাভুমাকে জড়িয়ে ধরেই মাঠ ছাড়লেন জসপ্রীত বুমরা। যে তেম্বা বাভুমাকে 'বডি শেম' করার জন্য অভিযোগে বিদ্ধ হয়েছিলেন বুমরা, সেই বাভুমার সঙ্গেই ভারতীয় তারকা ফাস্ট বোলারকে উষ্ণ আলিঙ্গন করে কথাবার্তা বলতে দেখা গেল।

ম্যাচের প্রথম দিন প্রোটিয়া দলের প্রথম ইনিংস বুমরা ত্রয়োদশ ওভারের শেষ বলটি করতেই তা আছড়ে পড়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার প্যাডেতেম্বা তখন সবে ক্রিজে নেমেছেন। কোনও রান করেননি। এবং বুমরার বলে প্রবল অস্বস্তিতে দেখাচ্ছে তাঁকে। ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতির বলটি বাভুমার পিছনের পায়ের প্যাডে লাগতেই এলবিডব্লিউয়ের জোরাল আবেদন করেন বুমরা, পন্থ সহ ভারতের ক্রিকেটারেরা। তবে আম্পায়ার সেই আবেদন খারিজ করে দেন। বেঁচে যান বাভুমাভারতীয় দল এই সময়েই ডিআরএস নেবে কি না, সেই নিয়ে বোলার বুমরা, কিপার ঋষভ পন্থের মধ্য আলোচনা শুরু হয়স্টাম্প মাইক্রোফোনে বুমরা ও পন্থের কথোপকথনটি শোনা যায়এমনিতে কোনও ব্যাটারের থাইয়ে বল লাগা মানে সেটি স্টাম্পের ওপর দিয়ে বেরিয়ে যাবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু বাভুমার উচ্চতা কম হওয়ায় বলটি স্টাম্পে লাগতেও পারত, মত বুমরার। পন্থের উদ্দেশে বুমরাকে বলতে শোনা যায়, 'বওনা ভি তো হ্যায় ইয়ে।' যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, 'এ তো বামনও।' পন্থ বলেন, 'বামন, কিন্তু বলটা লেগেছে পায়ের অনেক ওপরে।' শেষমেশ ভারত রিভিউ নেয়নি