আমদাবাদ: নাতাশা স্ত্যাঙ্কোভিচ এখন অতীত। নাতাশার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। বান্ধবী মাহিকা শর্মার প্রতি ভালবাসার কথা প্রকাশ করার কোনও সুযোগই ছাড়ছেন না হার্দিক। আমদাবাদে আয়োজিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে হার্দিক ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ম্যাচে তিনি মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করেন। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও ভারতীয় ক্রিকেটারের করা দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। এই হাফসেঞ্চুরির পর তিনি তাঁর ভালবাসার কথা প্রকাশ করতে দর্শকাসনে বসে থাকা তাঁর বান্ধবী মাহিকা শর্মাকে উড়ন্ত চুম্বন দেন হার্দিক ।
হার্দিক তাঁর ৬৩ রানের ইনিংসে ৫টি চার ও ৫টি ছক্কা মারেন। অর্ধশতরান পূর্ণ করার পর হার্দিকের ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, হার্দিক তাঁর বান্ধবী মাহিকা শর্মাকে উড়ন্ত চুমু দিচ্ছেন । এই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। এর জবাবে তাঁর বান্ধবী মাহিকা শর্মাও হার্দিককে উড়ন্ত চুমু পাঠান । একটা সময় যে ছবি দেখা যেত বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে ঘিরে। সেঞ্চুরির পর অনুষ্কার দিকে উড়ন্ত চুম্বন দিতেন কোহলি । পাল্টা আবেগ দেখাতেন অনুষ্কাও ।
এটি টি-টোয়েন্টি ক্রিকেটে হার্দিকের দ্রুততম হাফসেঞ্চুরিও। এর আগে তিনি ২০১৯ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ১৭ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ১৬ বলে হাফসেঞ্চুরি করে তিনি তাঁর নিজের ব্যক্তিগত রেকর্ডও ছাপিয়ে গেলেন ।
ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান
ভারতের হয়ে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড যুবরাজ সিংহের নামে রয়েছে। যুবরাজ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচেই স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন যুবি। তাঁর পরে এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান হার্দিক পাণ্ড্যর (১৬ বল) নামে হয়ে গেল। তৃতীয় স্থানে রয়েছেন অভিষেক শর্মা, যিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বলে হাফসেঞ্চুরি করেছেন।