লখনউ: টান টান তিন ফর্ম্যাটের সিরিজ় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। টেস্ট এবং ওয়ান ডের পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) টি-টোয়েন্টি সিরিজ়ও একেবারে শেষ লগ্নে উপনীত হয়েছে। পাঁচ ম্যাচের সিরিজ়ের ভাগ্য আজই নির্ধারিত হয়ে যেতে পারে। ভারত আজ জিতলেই সিরিজ় নিজেদের নামে করে ফেলবে। তাই আজকের ম্যাচে টানটান লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

Continues below advertisement

ম্যাচে ভারতের একাদশ কেমন হবে সেইদিকেও সকলের এক নজর রয়েছে। গত ম্যাচে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)  খেলেননি। তাঁর বদলে হর্ষিত রানা সুযোগ পান। বুমরা ব্যক্তিগত কারণে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল। তিনি পরবর্তী ম্যাচের জন্য উপলব্ধ কি না, তা যথাসময়ে জানানো হবে বলা হয়েছিল। বিসিসিআইয়ের তরফে এখনও কোনও বিবৃতি না এলেও, দুবে বুমরা সম্পর্কে আপডেট দিলেন।           

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বুমরা প্রসঙ্গে দুবেকে বলতে শোনা যায়, 'আমি যতদূর জানি, যতদূর শুনতে পেরেছি, তাতে ও এই ম্য়াচের আগে ফিরে আসছে। আমি জানি যে বুমরা এই ম্যাচের জন্য উপলব্ধ রয়েছেন। তবে সত্যি বলতে আমি ১০০ শতাংশ নিশ্চিত হয়ে কিছু বলতে পারব না।'

Continues below advertisement

অপরদিকে, বুমরা নিয়ে সংশয় থাকলেও অক্ষর নিয়ে সংশয় নেই। অসুস্থতার কারণে অক্ষর বাকি সিরিজ়ে খেলতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়। তাঁর পরিবর্তে বাংলার ক্রিকেটার শাহবাজ আমেদকে (Shahbaz Ahmed) ডেকে নেওয়া হয়েছে। শাহবাজও অক্ষরের মতোই বাঁ-হাতে স্পিনটা করার পাশাপাশি ব্য়াটিংটাও ভাল করতে পারেন। তাঁকে খেলানো হয় কি না, সেই দিকে বাংলার ক্রিকেটপ্রেমীরা নজর রাখবেন। নজর থাকবে গোটা সিরিজ়় বেঞ্চে বসে থাকা সঞ্জু স্যামসনের দিকেও।     

তারকা কিপার-ব্যাটার এখনও পর্যন্ত একটি ম্যাচেও সুযোগ না পেলেও, তাঁর জায়গায় টপ অর্ডারে খেলা শুভমন গিল এখনও পর্যন্ত বড় রান করতে ব্যর্থ। ম্যানেজমেন্ট অধিনায়ক বারংবার ব্যাক করলেও সহ-অধিনায়কের ব্যাটে রানের খরা। তাই শেষমেশ স্যামসনকে পরখ দেখে নেওয়া হবে কি না, সেইদিকে নজর থাকবে। তবে টিম ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট হয়তো এত দাপুটেভাবে তৃতীয় টি-টোয়েন্টি জয়ের পরের ম্যাচেই একাদশে বটল ঘটাতে খুব একটা আগ্রহী হবে না। এবার অপেক্ষা সন্ধে সাড়ে ছয়টায় একাদশ ঘোষণার।