মুম্বই: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৩০শে ডিসেম্বর থেকে শুরু হতে চলা ODI সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। কে এল রাহুল দলের অধিনায়ক হয়েছেন। ওয়ান ডে দলের নিয়মিত অধিনায়ক শুভমন গিল এবং সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না। এছাড়াও এমন ৫ জন খেলোয়াড় রয়েছেন, যাঁদের আসন্ন ওয়ান ডে সিরিজে (India Squad for South Africa ODI Series 2025) সুযোগ মেলেনি।

Continues below advertisement

মহম্মদ শামি

গত কয়েক মাস ধরে মহম্মদ শামির নাম আলোচনায় রয়েছে, যিনি ওয়ান ডে সিরিজ থেকে বাদ পড়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর পর শামি টিম ইন্ডিয়ার হয়ে খেলেননি। এরই মধ্যে প্রধান নির্বাচক অজিত আগরকরের শামির ফিটনেস নিয়ে করা মন্তব্যেও বেশ বিতর্ক হয়েছে। শামিকে ২৬শে নভেম্বর থেকে শুরু হতে চলা সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি-২০ টুর্নামেন্টে বাংলার হয়ে খেলতে দেখা যাবে, তবে টিম ইন্ডিয়ার দরজা খুলতে পারেননি তিনি।

বরুণ চক্রবর্তী

বরুণ চক্রবর্তী বলেছেন যে, তাঁর বোলিং সম্ভবত টেস্ট ফরম্যাটের জন্য উপযুক্ত নয়। তবে টি-২০ ম্যাচে তাঁর পারফরম্যান্স দেখে নির্বাচকরা তাঁকে ওয়ান ডে দলেও সুযোগ দেবেন কি না, দেখতে মুখিয়ে ছিলেন অনেকে। তিনি ২০২৪ সালে টি-২০ দলে ফেরার পর ২৩টি ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছেন, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাঁকে ওয়ান ডে দলে ফেরার সুযোগ দেওয়া হয়নি।

Continues below advertisement

অক্ষর পটেল

অক্ষর পটেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে দলের অংশ ছিলেন এবং তিনটি ম্যাচই খেলেছিলেন। এই তিনটি ম্যাচের ২ ইনিংসে ব্যাটিং করে তিনি ৭৫ রান করেন এবং সিরিজে মোট ৩টি উইকেট নিয়েছিলেন। হঠাৎ করে তাঁর বাদ পড়াটা সত্যিই একটি আশ্চর্যজনক সিদ্ধান্ত। যদিও অক্ষর টি-২০ দলের নিয়মিত সদস্য রয়েছেন।

হার্দিক পাণ্ড্য

হার্দিক পাণ্ড্যর এশিয়া কাপ খেলার সময় চোট লেগেছিল, এরপর তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও খেলেননি। আসলে টিম ইন্ডিয়ায় ফিরতে হলে তাঁকে ঘরোয়া ক্রিকেটে তাঁর ফিটনেস প্রমাণ করতে হবে। তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বঢোদরা দলে জায়গা পেয়েছেন। সম্ভবত এই ঘরোয়া টুর্নামেন্টের পর তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারেন, যা ৯ই ডিসেম্বর থেকে শুরু হবে।

সঞ্জু স্যামসন

সঞ্জু স্যামসনের টি-২০ ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন, তাঁর টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর দলে জায়গা পাওয়ার বিষয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে, ডিসেম্বর ২০২৩-এর পর তাঁর ওয়ান ডে দলে প্রত্যাবর্তন হয়নি।