রাঁচি: আগামী ৩০ নভেম্বর রবিবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ। রাঁচিতে প্রথম ম্য়াচে মুখোমুখি হতে চলেছে ২ দল। এই সিরিজেই ফের একবার জাতীয় দলে ফিরতে চলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ২ অভিজ্ঞ ক্রিকেটার এর আগে অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজে শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন। সেই সিরিজের শেষ ম্য়াচে রোহিতের ব্যাট থেকে এসেছিল শতরান, বিরাটের ব্যাট থেকে এসেছিল অর্ধশতরান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচেও রেকর্ড গড়ার হাতছানি রয়েছে ২ অভিজ্ঞ ব্যাটারের সামনে।

Continues below advertisement


বিরাট কোহলি ও রোহিত শর্মা একসঙ্গে রাঁচিতে নামার সঙ্গে সঙ্গেই ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতীয় জুটি হিসেবে সর্বাধিক ম্য়াচ খেলার নজির গড়বেন ২ তারকা। তারা টেক্কা দেবেন সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় জুটিকে। তারা একসঙ্গে ওয়ান ডে ফর্ম্য়াটে ৩৯১টি ম্য়াচ খেলেছিলেন। বিরাট ও রোহিতও সমসংখ্যক ম্য়াচ খেলেছেন এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে। রাঁচিতে নামার সঙ্গে সঙ্গে সচিন-দ্রাবিড়কে টেক্কা দিয়ে দেবেন রোকো জুটি।


ভারতীয়দের মধ্যে একসঙ্গে খেলার নিরিখে তৃতীয় স্থানে আছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও রাহুল দ্রাবিড় জুটি। তারা একসঙ্গে ৩৬৯ ম্য়াচ খেলেছেন। এরপর রয়েছেন সচিন তেন্ডুলকর ও অনিল কুম্বলে জুটি। তারা ৩৬৭ ম্য়াচ খেলেছেন। সচিন ও সৌরভ একসঙ্গে ওয়ান ডে ফর্ম্য়াটে ৩৪১ ম্য়াচ খেলেছেন। তালিকায় পাঁচে রয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা জুটি। তারা একসঙ্গে ৩০৯ ম্য়াচ খেলেছেন।



রোহিত ও বিরাট খেলুক বিশ্বকাপে: মর্নি মর্কেল


ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মর্নি মর্কেল বলেছেন, "বিশ্বকাপ এখনও অনেক দূরে। ওরা দুজনেই অসাধারণ ক্রিকেটারওরা যতক্ষণ পরিশ্রম করে ফিটনেস বজায় রাখবে, ততক্ষণ অবশ্যই খেলতে পারে। আমি সবসময় অভিজ্ঞতার উপর ভরসা রেখেছি এবং এমন অভিজ্ঞতা আপনি অন্য কোথাও পাবেন না। ওরা অনেক ট্রফি জিতেছে, জানে বড় টুর্নামেন্টগুলিতে কীভাবে খেলতে হয়। তাই বিশ্বকাপে ওরা অবশ্যই খেলতে পারে।"


মর্কেল আরও জানিয়েছেন যে তিনি নিজে রোহিত এবং বিরাটের বিরুদ্ধে খেলেছেন। মর্কেল বলেছেন, "ওদের বিরুদ্ধে বোলিং করার পর অনেকবার আমার রাতের ঘুম উড়ে গেছে। একজন বোলার হিসাবে আমি জানি ওদের বিরুদ্ধে খেলার জন্য কী স্তরের অনুশীলন দরকার। আমি এই কথা সমর্থন করি যে, রোহিত এবং বিরাটের ২০২৭ সালের বিশ্বকাপে খেলা উচিত।"