সন্দীপ সরকার, কলকাতা: প্রথম ম্য়াচে শুরুই করেছিল জোড়া ছক্কা দিয়ে । কিন্তু ক্রিজে আয়ু ছিল মোটে চার বল । ইডেন গার্ডেন্সে (Eden gardens) দ্বিতীয় ম্যাচেও জ্বলে উঠেছিল শুরুতে । কিন্তু সেই স্ফূলিঙ্গ অগ্নুৎপাত ঘটাতে পারল না ।

Continues below advertisement


ফের ঝোড়ো শুরু করেও বড় রান পেল না ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) । ইডেনে মধ্য প্রদেশের বিরুদ্ধে ৯ বলে ১৩ রান করে আউট হয়ে যায় বৈভব । ১৭৫ রান তাড়া করতে নেমে বিহার অল আউট হয়ে গেল ১১২ রানে । পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি বিহার । ৪ বল বাকি থাকতেই শেষ হয়ে যায় বিহার । এ নিয়ে টানা দুই ম্যাচে হারল বিহার । সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের নক আউটের দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়ছে বৈভবরা ।


শুক্রবারও ইডেনে বৈভব শুরু করেছিল পরিচিত আগ্রাসী শট খেলে । ক্রিজে যে ৯ বল ছিল, তাতেই একটি চার ও একটি ছক্কা মারে । কিন্তু শিবম শুক্লর বলে হরপ্রীত সিংহ ভাটিয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরে । তারপরই ধস নামে বিহারের ইনিংসে । মাত্র ১১২ রানে গুটিয়ে যায় তারা । 


বৈভবের ব্যর্থতার দিন ব্যাট হাতে জ্বলে উঠলেন পৃথ্বী শ । সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে দিল মহারাষ্ট্র । থমকে যাওয়া কেরিয়ারে সঞ্জীবনীর খোঁজে মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে যোগ দিয়েছেন পৃথ্বী । সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে মহারাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছিলেন রুতুরাজ গায়কোয়াড় । তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতের ওয়ান ডে দলে ডাক পাওয়ায় তিনি প্রথম ম্যাচের পর আর খেলছেন না । তাঁর বদলে নেতৃত্ব দিচ্ছেন পৃথ্বী ।


বাড়তি দায়িত্ব নিয়ে হতাশ করেননি তিনি । হায়দরাবাদ প্রথমে ব্যাট করে তুলেছিল ১৯১/৮ । রান তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ মহারাষ্ট্রের । ওপেনিং জুটিতেই ম্যাচের ভাগ্য লিখে দেয় মহারাষ্ট্র । ৭৩ বলে ১১৭ রান যোগ করেন পৃথ্বী ও আর্শিন কুলকার্নি । ৩৬ বলে ৬৬ রান করে পৃথ্বী আউট হলেও আর্শিনকে থামানো যায়নি । তাঁর তিনটি ক্যাচও পড়ে । ৫৪ বলে ৮৯ রান করে অপরাজিত ছিলেন আর্শিন । ১১ বলে ২৬ করে অপরাজিত ছিলেন রাহুল ত্রিপাঠি ।