ধর্মশালা: শুভমন গিলের (Shubman Gill) ভারতের টি-২০ দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে গিল একটিও রান করতে পারেননি। গিল এই বছর টি-২০ ম্যাচে একটিও হাফসেঞ্চুরি করতে পারেননি। সমালোচনার শিকার হচ্ছেন গিল। সঞ্জু স্যামসনকে দলে ফেরানোর দাবি জোরাল হচ্ছে। এরই মধ্যে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুব্রহ্মণ্যম বদ্রীনাথও সঞ্জু স্যামসনকে দলে ফেরানোর কথা বলেছেন।
ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক শুভমন। তবে একটা সময় টি-২০ দলে তাঁকে ভাবা হতো না। যদিও গৌতম গম্ভীর কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর শুভমন গিলকে টি-২০ দলেও ফিরিয়েছেন। এবং সেটা বড় দায়িত্ব দিয়ে। ভারতীয় টি-২০ দলের সহ অধিনায়ক করা হয়েছে শুভমনকে। তাঁকে খেলানো হচ্ছে ওপেনার হিসাবে।
শুভমনকে দিয়ে ইনিংস ওপেন করাতে গিয়ে ভারতের টি-২০ দল থেকে বাদ দেওয়া হয়েছে যশস্বী জয়সওয়ালকে। ওপেনিংয়ে দুরন্ত ছন্দে থাকা সঞ্জু স্যামসনকে প্রথমে মিডল অর্ডারে নামিয়ে দেওয়া হয়। তবে নিজের পরিচিত জায়গা ওপেনিং থেকে সরিয়ে দেওয়ার পর আগের মতো ছন্দ দেখাতে পারেননি সঞ্জু। তিনি ভারতের একাদশ থেকে বাদই পড়ে গিয়েছেন। সঞ্জুর পরিবর্তে একাদশে উইকেটকিপার হিসাবে খেলছেন জিতেশ শর্মা। বৃহস্পতিবার একটি দারুণ রান আউট করলেও ব্যাট হাতে এখনও ভরসা দিতে পারেননি।
শুভমন গিল টি-২০ দলের সহ-অধিনায়ক এবং টি-২০ দলে তাঁর প্রত্যাবর্তনের পর থেকেই সঞ্জু স্যামসন প্রথম একাদশে জায়গা হারিয়েছেন। স্যামসনকে প্রথমে মিডল অর্ডারে ব্যাটিং করতে বলা হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি এমন যে, তাঁর একাদশে কোনও স্থানই নেই।
এটা দুর্ভাগ্যজনক...
বদ্রীনাথের বক্তব্য, "সঞ্জু স্যামসন তিনটি সেঞ্চুরি করেছে আন্তর্জাতিক টি-২০-তে। আমরা টি-২০ ক্রিকেট নিয়ে কথা বলছি এবং ওর নামের পাশে ৩টি সেঞ্চুরি রয়েছে। একজন খেলোয়াড়ের থেকে আপনি আর কী চাইবেন? এটা দেখা দুর্ভাগ্যজনক যে একজন ভাল পারফর্ম করা খেলোয়াড় বেঞ্চে বসে আছে।"
বদ্রীনাথ আরও বলেন, "শুভমন দলের সহ-অধিনায়ক। আমার মনে হয়, শুধুমাত্র সেই খেলোয়াড়ের প্লেয়িং ইলেভেনে স্থান পাকা হতে পারে, যিনি ক্যাপ্টেন বা সহ-অধিনায়ক। ওকে এমন পরিসংখ্যানের পর সহ-অধিনায়ক করা হয়েছে। যদি বিকল্প খেলোয়াড় না থাকে, তাহলে বিষয়টি বোঝা যায়। কিন্তু টি-২০ ফর্ম্যাটে ভারতে প্রতিভার কোনও অভাব নেই।"