মুলান্নপুর: বেশ কয়েকদিন টি-টোয়েন্টি দলের বাইরে থাকার পরে শুভমন গিলকে (Shubman Gill) শুধু ভারতীয় টি-টোয়েন্টি দলে ফেরানেই হয়নি, তাঁকে সহ-অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়। তবে অন্তত এই ফর্ম্যাটে শুভমন প্রত্যাবর্তনের পর থেকে এখনও পর্যন্ত দাগ কাটতে ব্যর্থ। বৃহস্পতিবার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও শুভমন খাতা খোলার আগেই সাজঘরে ফেরন। দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটেও রানের খরা। তবে ভারতীয় দল অধিনায়ক, সহ-অধিনায়কের ফর্ম নিয়ে এখনই চিন্তিত হচ্ছে না বলে দাবি রায়ান টেন দুশখাতে (Ryan Ten Doeschate)।

Continues below advertisement

শুভমন বা সূর্যকুমার, কেউই বিগত এক বছরে টি-টোয়েন্টি অর্ধশতরান হাঁকাতে পারেননি। এই সিরিজ়ে দুইজনে মিলে দুই ম্যাচে মোট ২১ রান করেছেন। গিল নিজের শেষ ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে মাত্র ২৩.৯০ গড়ে ২৬৩ রান করেছেন। তবে গিলের স্বপক্ষে যুক্তি দিয়ে ভারতীয় দলের সহকারী কোচ দুশখাতে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, 'প্রথম ম্যাচে আমরাই ছেলেদের বলেছিলাম পাওয়ার প্লেতে আক্রমণ কর এবং সত্যি বলতে কটকের পিচটাও ভাল ছিল না। তাই ওকে ওই আউটার জন্য় আমি ছাড় দিতে রাজি। আজকে ও দারুণ একটা বলে আউট হয়েছে, যেটা কেউ অফফর্মে থাকলে হয়েই থাকে।'

টেন দুশখাতে আরও যোগ করেন, 'আমরা চাই না যাতে ওর নিজের জায়গা পাওয়াটা প্রমাণ করতে হোক। আমরা চাই ও যেমন আইপিএলে স্বাধীনভাবে নিজের খেলাটা খেলে, সেটা যেন এখানেও ও খেলতে পারে। ওর ক্লাসটা জানি। ওর আইপিএল রেকর্ড দেখলে আমরা দেখতে পারব যে ও প্রতি মরশুমেই ৭০০, ৮০০, ৬০০ করে রান করে। আমরা ওর ক্লাসে ভরসা করি এবং আস্থা রাখি ও ভাল পারফর্ম করবে।' অধিনায়ক সূর্যকুমারের ক্ষেত্রেও টেন দুশখাতের গলায় আশার বাণী শোনা যায়। তিনি আশাবাদী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক ভাল পারফর্ম করবেন।

Continues below advertisement

'সূর্যর ক্ষেত্রেও বিষয়টা একেবারেই এক। এই ধরনের দক্ষ ক্রিকেটার এবং অধিনায়কের পাশে থাকা উচিত বলেই আমার মনে হয় এবং ওরা ভাল পারফর্মও করবে বলে ধারণা। বাইরে থেকে দেখে এই গোটা বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক বলেই মনে হবে। তবে আমার ওদের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে প্রয়োজনে ওরা দলের হয়ে ভাল পারফর্ম করবে।'