ধর্মশালা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম  দুটো ম্য়াচেই চূড়ান্ত ফ্লপ করেছেন তিনি। ব্যাট হাতে প্রথম ম্য়াচে ৪ রান করেছিলেন। দ্বিতীয় ম্য়াচে তাে খাতাই খুলতে পারেননি। এছাড়া সাম্প্রতিক সময়ে কুড়ির ফর্ম্য়াটে একেবারেই ছন্দে নেই শুভমন গিল। এই পরিস্থিতিতে আদৌ তৃতীয় ম্য়াচে আগামীকাল ১৪ ডিসেম্বর ভারতীয় একাদশে তাঁকে দেখা যাবে কি না, ত নিয়ে প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে শুভমনকে বসানো হলে কাকে খেলানো হতে পারে? এক নজরে দেখা যাক শুভমনের সাম্প্রতিক সময়ের এই ফর্ম্য়াটে পারফরম্য়ান্স কেমন----

Continues below advertisement

টেস্ট ফর্ম্যাটে ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্য়ান্সের পর গিলকেই টি-টোয়েন্টিতে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। সূর্যকুমার যাদবের পরবর্তী সময়ে তিন ফর্ম্য়াটেই গিলকে অধিনায়ক করার পরিকল্পনাও রয়েছে টিম ম্য়ানেজমেন্টের। কিন্তু বাকি দুটো ফর্ম্যাটের থেকে এই ফর্ম্যাটে ডানহাতি তারকা ব্যাটারের ফর্ম একেবারেই আশানুরুপ নয়। ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে গত ১৪ টি টোয়েন্টি ম্যাচে মাত্র ২৬৩ রান করেছেন গিল। তাঁর গড় ২৩।  ১৪২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন গিল। একটিও অর্ধশতরান হাঁকাতে পারেননি এই সময়ের মধ্যে। সর্বোচ্চ ছিল ৪৬।

এবার প্রশ্ন কে আসতে পারেন শুভমনকে যদি বসানো হয়। নিঃসন্দেহে প্রবল দাবিদার সঞ্জু স্যামসন। ১৬০এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিংও করেছেন স্যামসন। টপ অর্ডারে বিশেষ করে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে আগেও বড় রান করেছেন। ক্রমাগত ব্যর্থ গিলকে সরিয়ে স্যামসমকে খেলাতেই পারে টিম ম্যানেজমেন্ট। তবে গিল সহ অধিনায়ক দলের। আর এই মুহূর্তে অধিনায়ক সূর্যকুমার যাদবও একেবারেই ফর্মে নেই। গিলকে বসানো হলে সূর্যকেও ফর্মের নিরিখে বিচার করে বসানো উচিত। যেই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু বেশ চাপের হবে ম্যানেজমেন্টের জন্য।

Continues below advertisement

এর আগে ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ দুশখাতে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, 'প্রথম ম্যাচে আমরাই ছেলেদের বলেছিলাম পাওয়ার প্লেতে আক্রমণ কর এবং সত্যি বলতে কটকের পিচটাও ভাল ছিল না। তাই ওকে ওই আউটার জন্য় আমি ছাড় দিতে রাজি। আজকে ও দারুণ একটা বলে আউট হয়েছে, যেটা কেউ অফফর্মে থাকলে হয়েই থাকে।'

টেন দুশখাতে আরও যোগ করেন, 'আমরা চাই না যাতে ওর নিজের জায়গা পাওয়াটা প্রমাণ করতে হোক। আমরা চাই ও যেমন আইপিএলে স্বাধীনভাবে নিজের খেলাটা খেলে, সেটা যেন এখানেও ও খেলতে পারে। ওর ক্লাসটা জানি। ওর আইপিএল রেকর্ড দেখলে আমরা দেখতে পারব যে ও প্রতি মরশুমেই ৭০০, ৮০০, ৬০০ করে রান করে। আমরা ওর ক্লাসে ভরসা করি এবং আস্থা রাখি ও ভাল পারফর্ম করবে।' অধিনায়ক সূর্যকুমারের ক্ষেত্রেও টেন দুশখাতের গলায় আশার বাণী শোনা যায়। তিনি আশাবাদী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক ভাল পারফর্ম করবেন