বারাবাটি: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল তাঁর কাঁধে। এরপর থেকে অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন প্রায় প্রতি সিরিজেই। গৌতম গম্ভীরের কোচিংয়ে সূর্যর নেতৃত্বে দারুণ পারফর্ম করেছে ভারতীয় দল। কিন্তু নিজে ব্যাট হাতে কতটা সফল সূর্যকুমার যাদব? কেরিয়ারের শুরুর প্রথম দু বছরে যে ফর্মে ছিলেন ডানহাতি ব্য়াটার, তার ছায়া হয়েই থেকে গিয়েছেন সূর্য। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা চিন্তা বাড়াবে টিম ম্য়ানেজমেন্টের।
ভারতীয় দলের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অধিনায়ক হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মাত্র ২ বারই পঞ্চাশের গণ্ডি পেরতে পেরেছেন সূর্যকুমার। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন তিনি। এশিয়া কাপে লিগ পর্যায়ের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি ব্যাটার। ২০২৪ সালের অক্টোবরের পর থেকে কোনও অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি মুম্বইকর।
শেষ ১৫ ইনিংসে কুড়ির ফর্ম্যাটে সূর্যের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১২, ২০, ২৪, ১, ৩৯, ১, ১২, ৫, ০, ৪৭, ৭, ২, ০, ১৪, ১২। গতকাল প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে ১২ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি ব্যাটার। টপ অর্ডারে অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসনরা রয়েছেন। লোয়ার অর্ডারে হার্দিক পাণ্ড্যও ফর্মে ফেরার ইঙ্গিত দেখিয়েছেন। তবে মিডল অর্ডার নিয়ে কিন্তু চিন্তা বাড়ছেই সূর্যর অফফর্মের জন্য।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও চারটি টি-টোয়েন্টি খেলবে ভারত। প্রথম ম্য়াচে সূর্য ১২ রান করেছেন মাত্র। আরও চার ম্য়াচে ভারত অধিনায়কের ব্য়াট থেকে কত রান আসে, তা দেখার। কুড়ির ফর্ম্য়াটে বিশ্বকাপের আগে কিউয়িদের বিরুদ্ধেও পাঁচটি ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া। অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্স তারকার সামনে সুযোগ থাকছে নিজে ছন্দে ফেরার।
প্রত্যাবর্তনেই ছন্দ হার্দিক পাণ্ড্য
শুরু থেকেই দুরন্ত ছন্দে দেখায় হার্দিক। সৈয়দ মুস্তাক আলিতে বঢোদরার হয়ে দুরন্ত ইনিংসে দলকে জিতিয়েছিলেন হার্দিক, এই ম্যাচেও নেমে আগ্রাসী ছন্দেই ব্যাট করতে থাকেন তিনি। কখনও অক্ষর, কখনও শিবম দুবে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান তারকা অলরাউন্ডার। তবে বাকি দুই অলরাউন্ডারের কেউই বেশিক্ষণ তাঁকে সঙ্গ দিতে পারেননি। অক্ষর ২৩ ও দুবে ১১ রানে সাজঘরে ফেরেন। পরিস্থিতিবুঝে ব্যাট চালান হার্দিক। ছক্কা মেরে পূরণ করেন অর্ধশতরান। ঘটনাক্রমে ওই ছক্কার সুবাদেই মাত্র চতুর্থ ভারতীয় ব্য়াটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি ছক্কা মারার লিস্টে নাম লিখিয়ে ফেলেন হার্দিক। পরে বল হাতেও ১ উইকেট তুলে নেন বঢোদরার অলরাউন্ডার।