মুম্বই: রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket)। সিরিজ এই মুহূর্তে ১-১ ফল। প্রথম ম্যাচে ভারত জিতলেও দ্বিতীয় ম্য়াচেই প্রোটিয়া শিবির জয় ছিনিয়ে নেয়। তৃতীয় ম্য়াচ জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া থাকবে ২ দল। তার আগের দিন সাংবাদক বৈঠকে এসে তিলক বর্মা ব্যাটিং অর্ডারে রদবদল নিয়ে মুখ খুললেন। নাম করলেও কোথাও না কোথাও গৌতম গম্ভীরকেই সমর্থন করলেন তিনি।
আগের ম্য়াচে অক্ষর পটেলকে তিন নম্বরে নামানো নিয়ে গৌতম গম্ভীর ও টিম ম্য়ানেজমেন্টের সমালোচনা করেছিলেন অনেকেই। তিলক বলছেন, ''ওপেনার ছাড়া প্রত্যেকে যে কোনও জায়গার সঙ্গে মানিয়ে নিতে পারেন। আমি নিজে তিন, চার, পাঁচ, ছয়— যে কোনও জায়গায় ব্যাট করতে পারি। যেখানে দল চাইবে সেখানেই খেলব। দল যদি মনে করে নির্দিষ্ট কৌশল নেওয়া দরকার, দলের সকলে তার সঙ্গে মানিয়ে চলতে রাজি।'' বাঁহাতি তরুণ ব্য়াটার বলেন, ''একটা-দুটো ম্যাচে এমন হতেই পারে। অক্ষর পটেল আগেও এই কাজ করেছে। ভাল খেলেছে। সবই পরিস্থিতির উপরে নির্ভর করে।''
গিলকে আদৌ খেলানো হবে?
টেস্ট ফর্ম্যাটে ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্য়ান্সের পর গিলকেই টি-টোয়েন্টিতে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। সূর্যকুমার যাদবের পরবর্তী সময়ে তিন ফর্ম্য়াটেই গিলকে অধিনায়ক করার পরিকল্পনাও রয়েছে টিম ম্য়ানেজমেন্টের। কিন্তু বাকি দুটো ফর্ম্যাটের থেকে এই ফর্ম্যাটে ডানহাতি তারকা ব্যাটারের ফর্ম একেবারেই আশানুরুপ নয়। ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে গত ১৪ টি টোয়েন্টি ম্যাচে মাত্র ২৬৩ রান করেছেন গিল। তাঁর গড় ২৩। ১৪২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন গিল। একটিও অর্ধশতরান হাঁকাতে পারেননি এই সময়ের মধ্যে। সর্বোচ্চ ছিল ৪৬।
এবার প্রশ্ন কে আসতে পারেন শুভমনকে যদি বসানো হয়। নিঃসন্দেহে প্রবল দাবিদার সঞ্জু স্যামসন। ১৬০এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিংও করেছেন স্যামসন। টপ অর্ডারে বিশেষ করে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে আগেও বড় রান করেছেন। ক্রমাগত ব্যর্থ গিলকে সরিয়ে স্যামসমকে খেলাতেই পারে টিম ম্যানেজমেন্ট। তবে গিল সহ অধিনায়ক দলের। আর এই মুহূর্তে অধিনায়ক সূর্যকুমার যাদবও একেবারেই ফর্মে নেই। গিলকে বসানো হলে সূর্যকেও ফর্মের নিরিখে বিচার করে বসানো উচিত। যেই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু বেশ চাপের হবে ম্যানেজমেন্টের জন্য।