ডারবান: তাঁর নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে। ফাইনালে উঠেছে ওয়ান ডে বিশ্বকাপের। পাশাপাশি অধিনায়ক হিসাবে আইপিএলে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians)।
সেই রোহিত শর্মাকে (Rohit Sharma) আদর্শ করেই নেতৃত্বের মসনদে বসেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। যাঁর কাছে রোহিত শর্মা ক্যাপ্টেন নয়, লিডার। অধিনায়ক নন, নেতা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে ভারত। ডারবানে শুক্রবার প্রথম ম্যাচ। তার আগের দিন সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, 'রোহিত ভাইয়ের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, জাতীয় দলে অনেক খেলেছি। মাঠে থাকলে রোহিত ভাইকে দেখতে থাকি। শরীরী ভাষা পর্যবেক্ষণ করি। চাপের মুখে কতটা সংযত থাকে, বোলারদের সঙ্গে কীভাবে কথা বলে। সকলকে সহজ করে তোলার জন্য মাঠের বাইরে তাদের সঙ্গে কতটা সময় কাটাচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমিও সেই চেষ্টা করি। খেলা না থাকলে সকলের সঙ্গে মাঠের বাইরে সময় কাটাতে চেষ্টা করি। হয়তো বাইরে খাবার খেতে গেলাম। একসঙ্গে সফর করলাম। সেই সম্পর্কের প্রতিফলন মাঠেও পড়ে। সতীর্থদের কাছে সম্মান চাইলে বা সতীর্থদের থেকে সেরাটা চাইলে এটা ভীষণ গুরুত্বপূর্ণ।'
ম্যাচের ফলাফল যাতে ব্যক্তিজীবনে প্রভাব না ফেলে, সেই শিক্ষাও রোহিতের কাছে নিয়েছেন বলে জানিয়েছেন স্কাই। তাঁর কথায়, 'মাঠে হার জিত আছে। সবাই ভাল কিছু করার জন্য চেষ্টা করে। পরিশ্রম করে। কখনও ভাল হয়, কখনও ভাল হয় না। আমি রোহিত ভাইয়ের কাছে শিখেছি, জীবনে ভারসাম্যটা জরুরি। ভাল কিছু করলে বা খারাপ কিছু করলে তা বদলে যায় না। ওকে আমি লিডার বলি, কারণ প্রত্যেক ফর্ম্যাটে কীভাবে খেলা উচিত সেটা নির্ধারণ করেছে রোহিত ভাই।'
টি-২০ দলের অধিনায়ক। তবে টেস্টে সুযোগ পান না। দেশের জার্সিতে একটিমাত্র টেস্ট খেলেছেন। ফের কবে দেখা যাবে টেস্ট দলে? সূর্যকুমার বলছেন, 'টেস্টে প্রত্যাবর্তনের সময় যখন আসবে তখন এমনিই আসবে। আমি ঘরোয়া সব টুর্নামেন্টে খেলি। লাল বলের টুর্নামেন্ট হোক বা সাদা বলের, কোনও টুর্নামেন্ট হাতছাড়া করি না।'
আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।