মুম্বই: বয়সভিত্তিক টুর্নামেন্টে জাতীয় দল থেকে বাদ পড়লেন বৈভব সূর্যবংশী ও আয়ুশ মাথরে। বিসিসিআই ত্রিদেশীয় সিরিজের জন্য অনূর্ধ্ব ১৯ ভারতীয় এ, বি দল ঘোষণা করেছে সম্প্রতি। টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল খেলবে। আগামী ১৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টেই ২ তরুণ ভারতীয় ক্রিকেটারকে দলে রাখা হল না। ভারতীয় এ অনূর্ধ্ব ১৯ দলের নেতৃত্বে দেখা যাবে পাঞ্জাব ক্রিকেট অ্য়াসোসিয়েশনের বিহান মালহোত্রা। 'বি' দলের নেতৃত্বে দেখা যাবে অ্য়ারন জর্জকে।

Continues below advertisement

বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ''আয়ুশ মাথরেকে দলে নেওয়া হয়নি, কারণ সে এখন মহারাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফিতে খেলছে। এছাড়া বৈভব সূর্যবংশীকে দলে রাখা হয়নি, কারণ সে এসিসি রাইসিং স্টার এশিয়া কাপে ভারতীয় এ দলের জার্সিতে খেলবে।''

Continues below advertisement

এদিকে, রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী। বিহারের হয়ে এদিন রঞ্জি ট্রফির ম্য়াচে মেঘালয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল বৈভব। সেই ম্য়াচে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলল সে। ৬৭ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলল তরুণ বাঁ-হাতি ব্যাটার। তার ইনিংস সাজানো ছিল নয়টি চার ও চারটি ছক্কায়তড়তড়িয়ে শতরানের দিকে এগোচ্ছিল বৈভব। তবে দুর্ভাগ্যবশত শতরানের থেকে মাত্র সাত রান দূরে, ৯৩ রানে থামল তার ইনিংসমেঘালয়ের স্পিনার বিজন দের বলে শেষমেশ আউট হয়ে সাজঘরে ফেরে বৈভব সূর্যবংশী

বৈভবের পাশাপাশি এ বছরের আইপিএল মাতানো আরেক তরুণ তারকা প্রিয়াংশ আর্যকেও 'এ' দলে ডাকা হয়েছেরাইজিং স্টার এশিয়া কাপের জন্য় ভারতীয় 'এ' দল ঘোষণা হয়েছে আজই। সেই টুর্নামেন্টে জীতেশ শর্মার নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় 'এ' দল। আর দলে সবচেয়ে বড় চমক বৈভব সূর্যবংশী। তাকে সুযোগ দেওয়া হয়েছে ওপেনার হিসেবে। কিছুদিন আগেই সূর্যবংশীর আইপিএল দল রাজস্থান রয়্যালসের এক কোচিং স্টাফ বৈভবকে জাতীয় দলে খেলানোর জন্য সওয়াল করেছিলেন। সেই পথেই কি এবার এগােচ্ছে বিসিসিআই?

এদিকে, আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়া শিবির ভারতের বিরুদ্ধে। এরপর তিন ম্য়াচের ওয়ান ডে ও পাঁচ ম্য়াচের ট-টোয়েন্টি সিরিজ হবে। শেষবার ভারতের মাটিতে টেস্ট সিরিজে খেলতে এসে ২০১৯ সালে হোয়াইটওয়াশ হতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।